গ্রামের এক মহিলার সঙ্গে প্রতিবেশী যুবককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় গরু ব্যবসায়ীকে গুলি করা হয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে কালিয়াচক থানার সুজাপুরের মাস্টারপাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ২০ বছর বয়সী আমিনূল ইসলামকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বুকে পেটে গুলি লেগেছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ‘‘অভিযুক্ত যুবক ও মহিলাকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দু’জনই পালিয়ে গিয়েছেন।”
সুজাপুরের মাস্টারপাড়ার আমিনূল ইসলাম গরু কেনা বেচার ব্যবসা করেন। পাশাপাশি তিনি বাড়ি থেকে ১০০ মিটার দূরে একটি জমিতে সবজি ও ফুলের চাষ করেন। প্রতিদিন সকালে ওই জমিতে সবজি ও ফুল গাছের পরির্চযা করেন তিনি। আমিনূলের জমি লাগোয়া একটি ফাঁকা জায়গায় একটি ঘর রয়েছে। সেখানে স্থানীয় কিছু যুবক আড্ডা মারেন। এদিন সকালে আমিনূল ইসলাম ওই ঘরের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। ঘরে ওই যুবকের সঙ্গে গ্রামের মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখেন। গ্রামে বিষয়টি রটে যাওয়ার আশঙ্কায় অভিযুক্ত যুবক তাঁকে গুলি চালায় বলে অভিযোগ। তিনি মাটিতে লুটিয়ে পড়তেই দুই জন ঘর ছেড়ে পালায়। গুলিবিদ্ধ আমিনূলের চিত্কার শুনে গ্রামবাসীরা আসেন। হাসপাতালে যাওয়ার সময় তিনি ওই দুই জনের নাম বাসিন্দাদের জানান। আমিনূল ইসলামের দাদা আবদুস সামাস এই দিন জানিয়েছেন, গ্রামের এক মহিলার সঙ্গে ওই যুবককে ভাই দেখে ফেলেছিল। এর পর ওই যুবক ভাইকে হুমকি দিয়েছিল, যা দেখলি গ্রামের কাউকে কিছু বলবি না। নইলে বিপদ আছে। ভাই ‘কেন হুমকি দিচ্ছিস’ বলায় ওই যুবক কোমর থেকে পাইপ গান বার করে পর পর গুলি চালায়। |