স্কুলের জায়গা বদল
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
জমি চিহ্নিত করে প্রকল্প রিপোর্ট তৈরি করেও ব্লক সদর থেকে অতিরিক্ত দূরত্বের কারণে বদলাতে হচ্ছে বিষ্ণুপুর ব্লকের মডেল স্কুলের ঠিকানা। প্রশাসন সূত্রে খবর, ঠিক ছিল ওই ব্লকের লায়েকবাঁধ এলাকায় তৈরি করা হবে সরকারি ওই স্কুল ভবন। সেই মতো ওই এলাকার চুয়ামসিনা গ্রামে জায়গাও চিহ্নিত করা হয়। এ ব্যাপারে রিপোর্টও জমা পড়ে শিক্ষা দফতরের কাছে। বিডিও (বিষ্ণুপুর) প্রশান্তকুমার মাহাতো বলেন, “দূরত্বের কারণ দেখিয়ে ওই প্রকল্প রিপোর্টের ফাইল আমাদের কাছে ফিরে এসেছে। আমরা নতুন করে জায়গা খুঁজছি। এই খাতে ১০ কোটি টাকা অনুমোদনও হয়েছে।” জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্লক অফিসের ৫ কিলোমিটারের মধ্যে মডেল স্কুলটি গড়ে তোলার কথা। বিষয়টি না বুঝেই বিষ্ণুপুর শহর থেকে অনেকটা দূরে স্কুলের জায়গা চিহ্নিত করা হয়েছিল। একই সমস্যা হয়েছে সোনামুখী ব্লকেও। সেখানেও নতুন করে জায়গা খুঁজতে বলা হয়েছে।” জেলায় ইতিমধ্যেই ওন্দা, মেজিয়া ও ছাতনায় তিনটি মডেল স্কুল চালু হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। |
স্পিকারের কাছে নালিশ বিধায়কের
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
তাঁকে পুলিশ হেনস্থা করেছে, এই মর্মে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেছেন বান্দোয়ানের সিপিএম বিধায়ক সুশান্ত বেসরা। তাঁর অভিযোগ, বুধবার বিধানসভায় বিধায়ক এলাকা উন্নয়নের বৈঠক ছিল। তাতে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলে তিনি বোরো থানার জামতড়িয়া থেকে মোটরবাইকে চেপে পুরুলিয়ায় রাতের ট্রেন ধরার উদ্দেশে বেরিয়েছিলেন। মানবাজার থানার সিন্দুরপুর গ্রামের কাছে পুলিশ তাঁর পথ আটকায়। সুশান্তবাবু বলেন, “এক পুলিশ অফিসার আমাকে বলেন, মুখ্যমন্ত্রীর কনভয় না বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি যেতে পারব না। আমি নিজের পরিচয় দিই। তবু ওই পুলিশ অফিসার আমাকে আপত্তিকর মন্তব্য করেন। প্রায় কুড়ি মিনিট পরে মুখ্যমন্ত্রীর কনভয় পেরিয়ে গেলে আমাকে ছেড়ে দেওয়া হয়।” মঙ্গলবার বাঘমুণ্ডিতে মুখ্যমন্ত্রীর সভা ছিল। সেখান থেকে তিনি বাঁকুড়ার খাতড়ায় যাচ্ছিলেন। সুশান্তবাবুর দাবি, তিনি এ দিন স্পিকারের কাছে ওই পুলিশ অফিসারের নাম ও পদ জানিয়ে অভিযোগ করেছেন। |
ক্যারাটেতে সাফল্য
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
খড়গপুরে রাজ্য স্তরের একটি ক্যারাটে প্রতিযোগিতায় নজর কাড়ল পুরুলিয়ার দুই খুদে প্রতিযোগী। লাইট ওয়েট বিভাগে অভিষেক সহিস দ্বিতীয় স্থান ও অনূর্ধ্ব ১৩ বছর বিভাগে সৌরভ দাস তৃতীয় স্থান দখল করে। ২১-২২ সেপ্টেম্বর খড়গপুরের রেলরক্ষী বাহিনী ইন্সস্টিটিউটে প্রতিযোগিতাটি হয়। আযোজক খড়গপুরের একটি ক্যারাটে সংস্থা। |
ক্লাবে চুরি বিষ্ণুপুরে
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
দরজার তালা ভেঙে একটি ক্লাব ঘর থেকে টেলিভিশন, সাইকেল ও টাকা চুরির অভিযোগ উঠল বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডে। সোমবার রাতে ঘটনাটি ঘটে যমুনা পাড়ার বাগরাজ ক্লাবে। ক্লাব সম্পাদক মধুসূদন কর বলেন, “ক্লাব ঘরে থাকা সমস্ত জিনিসই প্রায় লুঠ হয়ে গিয়েছে।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তবে কেউ ধরা পড়েনি। |
গ্রাহকদের সচেতন করতে বিদ্যুৎ দফতর বুধবার হুড়া কমিউনিটি হলে পরিষেবা মেলা ও বিদ্যুৎ সুরক্ষা সচেতনতা বিষয়ক আলোচনা সভা করল। উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের নীচে বাড়ি তৈরি না করা, ভিজে কাপড় শুকতে দেওয়ার সময় কাছে বিদ্যুৎবাহী তার থাকলে সতর্ক হওয়া, কিংবা তার ছিঁড়ে গেলে সাবধানতা অবলম্বন করা ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়। |