টুকরো খবর
বাস কম রাস্তায়, দিনভর দুর্ভোগ
হাতেগোনা বাস, নাজেহাল শহরবাসী।
মুখ্যমন্ত্রীর সভার জন্য বাস তুলে নেওয়ায় বুধবার পশ্চিম মেদিনীপুরের পথে বাস কম ছিল। ফলে, দিনভর দুর্ভোগে পড়েছেন বহু নিত্যযাত্রী। মেদিনীপুর, খড়্গপুর থেকে বেলদা, ডেবরাসর্বত্রই একই ছবি। দু’দিনের সফরে বুধবারই পশ্চিম মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে বেলপাহাড়ির (বিনপুর-২) শিলদায় তাঁর সভা ছিল। সভায় পাট্টা থেকে শুরু করে পাওয়ার টিলার, পাম্প সেট বিতরণ করা হয়। এই সব উপভোক্তাদের বিভিন্ন ব্লক থেকে বাসে করে সভাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। এর জন্য প্রায় ৭০টি বাস তুলে নেওয়া হয়। অন্য দিকে, বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরাও বাসে করে সভাস্থলে পৌঁছন। সব মিলিয়ে আটশোর মধ্যে দু’শোরও বেশি বাস কম ছিল রাস্তায়। এতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ট্রেকার-অটো-রিকশা ধরে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছতে হয় তাঁদের। জেলা প্রশাসন অবশ্য দাবি করেছে, বুধবার বাস পরিবহণ ব্যবস্থা ঠিকঠাকই ছিল। কিছু বাস কম চলেছে। ফলে, সামান্য সমস্যা হয়েছে।

বধূ নির্যাতনের অভিযোগে ধৃত
বধূ নির্যাতন ও মারধরের অভিযোগে এক সরকারি কর্মীকে গ্রেফতার করল সুতাহাটা থানার পুলিশ। ওই থানা এলাকার রাজারামপুরের বাসিন্দা ধৃত শিবপ্রসাদ মাইতিকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে হলদিয়া আদালতে তোলা হলে চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ হয়। ধৃত ব্যক্তি নন্দীগ্রাম-১ ব্লকের ভূমি দফতরের কর্মী। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ১৯৯৭ সালে এক সরকারি কর্মীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগের মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেরো বছর আগে হলদিয়া টাউনশিপের দোলনচাঁপা দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। দোলনচাঁপাদেবীর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর স্বামী নান কারণে মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করত। ২০০৫ সালে শিশুপুত্র-সহ তাঁকে মারধর করে শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দেন। সালিশির পর তিনি শ্বশুরবাড়ি ফিরে এলেও ফের অত্যাচার শুরু হয়। গত ২২ মে তাঁকে ফের বাড়ি থেকে তাড়িয়ে দিলে তিনি বাপের বাড়ি গিয়ে ওঠেন। ২৪ মে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

অবস্থানে শিক্ষকরা
শিক্ষার অধিকার বিপন্ন অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসের সামনে অবস্থানে বসল জেলার বামপন্থী শিক্ষক সংগঠনগুলি। বুধবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্ষোভ-অবস্থান চলে। পরে অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। বামপন্থী শিক্ষক সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্র শিক্ষার অধিকার আইন চালু করলেও যথেষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে না। রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের উপর হামলা হচ্ছে। তাদের দাবি, কেন্দ্রীয় বাজেটের ১০ শতাংশ ও মোট জাতীয় আয়ের অন্তত ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। সমস্ত শিশুদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করতে হবে, ৬ বছরের পরিবর্তে ৫ বছর বয়সেই শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করতে হবে। এদিন কর্মসূচিতে ছিলেন এবিটিএ নেতা সুবীর দাস, এবিপিটিএ নেতা তপন বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।

গ্রেফতার দুই অনুপ্রবেশকারী
অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের দুই নাগরিককে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। বাংলাদেশের খুলনা জেলার দিগোলিয়া থানার ব্যারাকপুর গ্রামের বাসিন্দা মালেক মোড়ল ও তাঁর স্ত্রী জুলি ইয়াসমিনকে মঙ্গলবার সন্ধ্যায় ৪১ নম্বর জাতীয় সড়কের কাপাসএড়্যা মোড় থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁদের হলদিয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃতেরা স্বীকার করেছে, খুলনার এক ব্যক্তি পশ্চিমবঙ্গে তাঁদের মোটা টাকার চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বনগাঁ সীমান্ত দিয়ে নিয়ে আসেন। তারপর তাঁদের কাছ থেকে মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র কেড়ে নিয়ে মারধর করা হয়। ভয়ে তাঁরা কলকাতায় পালিয়ে যান। তারপরই কাজের সন্ধানে তাঁরা কাপাসএড়্যায় এসে পৌঁছন। নিজেদের অবস্থার কথা জানিয়ে কাজের খোঁজ করার সময়ই স্থানীয়রা পুলিশে খবর দেন।

শ্লীলতাহানি, ধৃত
মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশি এক যুবককে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। মঙ্গলবার রাতে ওই মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে চন্দ্রকোনা থানার জয়ন্তীপুর সংলগ্ন পাকোলা গ্রামের এক মাঠ থেকে সমীরণ চৌধুরি নামে ওই যুবককে ধরা হয়। ধৃতকে বুধবার ঘাটাল আদালতে তুললে ১৪ দিন জেল হেফাজত হয়।

সহায়িকাদের দাবি
ফের বকেয়া বেতনের দাবিতে পুরসভায় দরবার করলেন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা। বুধবার পুরসভায় তাঁরা স্মারকলিপিও দেন। বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার পাশাপাশি যেখানে বোনাস দেওয়া, ছাত্রছাত্রীদের সরকারি ভাবে পোশাক দেওয়া, অবসরের বয়স ৬৫ বছর করা-সহ নানা দাবি জানান তাঁরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.