ম্যাচ গড়াপেটা করে বারো বছরের জন্য নির্বাসিত হলেন ব্রিটিশ স্নুকার তারকা স্টিভন লি। বিশ্বের প্রাক্তন পাঁচ নম্বর, আটত্রিশ বছরের লি-র ৪০ হাজার পাউন্ড জরিমানাও হয়েছে। স্নুকারের মতো খেলায় এই ঘটনা প্রায় নজিরবিহীন। ২০০৮-’০৯-এর মধ্যে সাতটি ম্যাচ গড়াপেটা করেছিলেন লি। ২০০৮-এর মালটা কাপ, ওই বছরেরই ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ এবং ২০০৯-এর চিন ওপেন এবং স্নুকার বিশ্বচ্যাম্পিয়নশিপের মোট আটটি আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তদন্তে নেমে উইল্টশায়ারের বাসিন্দা লি-র বিরুদ্ধে গড়াপেটার প্রমাণ পায় বিশ্ব পেশাদার বিলিয়ার্ডস এবং স্নুকার অ্যাসোসিয়েশন (ডব্লিউপিবিএসএ)। যার জেরে গত অক্টোবরেই বিশ্বের পাঁচ নম্বরকে সাসপেন্ড করে তদন্তের ভার দেওয়া হয়েছিল এক নিরপেক্ষ ট্র্যাইব্যুনালকে। সেই ট্র্যাইব্যুনালই লি-কে দোষী সাব্যস্ত করে বারো বছর নির্বাসনের শাস্তি শোনায়। ডব্লিউপিবিএসএ চেয়ারম্যান জেসন ফার্গুসন জানিয়েছেন, লি-র শাস্তির শুরু ধরা হবে গত বছরের ১২ অক্টোবর, তাঁর সাসপেন্ড হওয়ার সময় থেকে। ফলে তিনি ২০২৪ সালের ১২ অক্টোবরের আগে আর স্নুকার খেলতে পারবেন না।
|
আইপিএল সিক্সে অপরাজিত থাকার রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও জয়পুরে অক্ষুন্ন রাখল রাহুল দ্রাবিড়ের টিম। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস ধরাশায়ী করেছিল মুম্বইকে। বুধবার ৩০ রানে দ্রাবিড়রা হারান লায়ন্সকে। প্রথমে ব্যাট করে দ্রাবিড় (৩১) শেন ওয়াটসন (৩৩), স্টুয়ার্ট বিনি (৩৮) আর ব্রাড হজের (৪৬ ন.আ.) ব্যাটে ভর করে ১৮৩-৫ করে রাজস্থান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫৩-৯ থেমে যায় লায়ন্সের ইনিংস। অধিনায়ক আলভিরো পিটারসেন (৪০) ছাড়া লায়ন্সের আর কোনও ব্যাটসম্যানই দাঁত ফোটাতে পারেনি রাজস্থানের বোলারদের বিরুদ্ধে। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং ম্যাচের সেরা প্রবীণ তাম্বের (৪-১৫)। ম্যাচের পর রাজস্থান অধিনায়ক বলেন, “প্রথমে ফিল্ড করতে চেয়েছিলাম। হয়তো ভাল স্কোরও করতে পারতাম আমরা। প্রথম ম্যাচে টিমের সবার ভাল পারফর্ম করাটা তৃপ্তি দিয়েছিল। তিনটে ম্যাচ বাকি আর। খুব কঠিন টুর্নামেন্ট। একটুও হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। একটু আলাদা উইকেট। মনে হয়েছিল বল ঘুরতে পারে। তাই তাম্বেকে রাখার সিদ্ধান্ত নিয়ছিলাম।” এ দিনের প্রথম ম্যাচে ওটাগো ৬২ রানে হারায় পারথ স্কর্চার্সকে।
|
প্রয়াত দাবাড়ু শঙ্কর রায়ের স্মৃতিতে তিন দিনের দাবার আসর। ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর গোর্কি সদনে। আলেখিন চেস ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টে খেলবেন নীলোৎপল দাস, মেরি অ্যান গোমস, দীপ্তায়ন ঘোষ, সায়ন্তন দাস সহ বাংলার প্রায় তিনশো দাবাড়ু। শুক্রবার দুপুর আড়াইটেয় প্রতিযোগিতায় উদ্বোধন করবেন তারকা দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। |