সিএবি তাঁকে মনে রাখেনি। অনূর্ধ্ব ১৬ টিম মোটামুটি সাফল্য পাওয়া সত্ত্বেও তাঁকে সেই টিমের কোচের পদ থেকে নির্মম ভাবে ছেঁটে ফেলা হয়েছে। তবু সম্ভবত জীবনের সেরা সম্মানটা পেতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়।
২৮ সেপ্টেম্বর ‘বাংলার গৌরব’ সম্মানে উৎপলকে ভূষিত করতে চলেছে রাজ্য সরকার। বুধবারই চিঠি পেয়ে গিয়েছেন উৎপল। বলছেন, “কেরিয়ারে প্রচুর সম্মান পেয়েছি। বর্ষসেরা হয়েছি। কিন্তু তার চেয়েও বড় এই সম্মান। এখন খেলি না। কোচ নই। সিএবি-র সঙ্গে আর সম্পর্ক নেই। ভাল লাগছে দেখে যে সিএবি ভুলতে পারে, তবু বাংলা এত দিন পরেও আমাকে ভোলেনি।”বাংলার জুনিয়র ক্রিকেট কোচিংয়ে নতুন মডেল দেখে আশ্চর্য উৎপল। গৌতম সোম (জুনিয়র)-কে হেড কোচ করে তাঁর অধীনে তিন জনকে রাখা হয়েছে সার্বিক ব্যাপারটা দেখার জন্য। কিন্তু উৎপল বলছেন, “প্রথমে কোচিং কমিটি ঠিক করা উচিত ছিল। তার পর কোচ। তা হলে তো সৌরভই কোচ ঠিক করতে পারত। এখানে ঘটল উল্টো। অনেকটা টিম আগে তৈরি করে পরে নির্বাচক ঠিক করার মতো।” উৎপলের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অনূর্ধ্ব ১৬ টিমকে সময় দিতে পারছিলেন না। যা শুনে তাঁর প্রশ্ন, “সময়টা কোথায় দিতে পারিনি? মাঠে? না কর্তাদের?” বলে সংযোজন, “আমার টিম গত বার কোয়ার্টার ফাইনাল খেলেছিল। তা হলে ক্ষতিটা কোথায়? সময় দিচ্ছি না অথচ টিম ভাল খেলছে, ভালই তো।” |