টুকরো খবর
কাজের দাবিতে খড়্গপুরে জমিদাতাদের বিক্ষোভ
জমি দেওয়ার পরেও মেলেনি কাজ। তাই খড়্গপুর ২ ব্লকের চাঙ্গুয়ালের প্রকল্প এলাকায় বুধবার বিক্ষোভ দেখালেন জমিদাতারা। ২০১১ সাল থেকে চাঙ্গুয়াল, জেঠিয়া, খাটরাঙা ও গোপীনাথপুর মৌজায় জমি নেওয়া শুরু করে টাটা-হিতাচি গোষ্ঠীর ভেন্ডররা। দালাল মারফত প্রায় ৫০০ জনের কাছ থেকে ২৬৫ একর জমি তারা ডেসিমেল প্রতি ৪ থেকে ১৬ হাজার টাকায় কেনে। জমি বিক্রেতাদের দাবি, তখন চাকরির প্রতিশ্রুতি দেয় ওই সংস্থা। তবে নির্মাণ কাজ শুরুর মুখে তৃণমূলের চাপে বেশ কয়েকজন জমিদাতাকে নিয়োগ করলেও অধিকাংশরই এখনও মেলেনি কাজ। এ দিনই চাঙ্গুয়ালে ওই প্রকল্প এলাকার একটিতে ভূমি পুজো হয়। সেই সময় স্থানীয় জমিদাতারা এসে কর্মসংস্থান ও জমির নায্য মূল্যের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল জ্যোতিন্দ্রনাথ সিংহের অভিযোগ, “ যাঁরা তৃণমূল করছে শুধুমাত্র তাঁরাই কাজ পাচ্ছে।” জমিদাতাদের বিক্ষোভের পাল্টা জমায়েত গড়েন তৃণমূল মনোভাবাপন্ন জমিদাতারা। তাঁদের মধ্যে সুকান্ত হাজরারা দাবি করেন, “কিছু বাইরের লোক চাঙ্গুয়ালের একাংশের জমিদাতাদের সঙ্গে মিলে বিক্ষোভ দেখাচ্ছে।” এআইটিইউসি নেতা বিপ্লব ভট্ট জমিদাতাদের প্রত্যেককে কাজ দেওয়ার দাবি জানান। অবশ্য টাটা-হিতাচি গোষ্ঠীর খড়্গপুর প্রকল্পের প্রধান অর্ণব গঙ্গোপাধ্যায় জানান, “ওই জমি আমরা নিইনি। আমাদের ভেন্ডররা ওখানে নানা প্রকল্প গড়বে। জমিদাতাদের সঙ্গে কী চুক্তি রয়েছে আমি বলতে পারব না।”

তফসিলি সংরক্ষণ নিয়ে বৈঠক
রেল ও আইআইটি-তে তফসিলি জাতি-উপজাতিদের সংরক্ষণ নিয়ে বৈঠক করলেন জাতীয় তফসিলি কমিশনের সদস্য রাজু পারমার। বুধবার দুপুরে খড়্গপুর আইআইটি প্রশাসনিক ভবন ও রেলের ডিভিশন অফিসে বৈঠক সারেন তিনি। তাঁর সঙ্গেই ছিলেন কমিশনের রাজ্যের ডিরেক্টর রঞ্জিত ভট্টাচার্য। প্রযুক্তিবিদ্যার এই পীঠস্থানে তফসিলি জাতি-উপজাতিভুক্ত পড়ুয়া ও কর্মচারীদের সংরক্ষণ ঠিকঠাক হচ্ছে কি না খতিয়ে দেখেন তাঁরা। এরপর রেলের খড়্গপুর ডিভিশন অফিসে দু’দফায় বৈঠক করেন রাজু পারমার। প্রথমে রেল কারখানায় সারা ভারত তফসিলি জাতি-উপজাতি রেল সংগঠনের সঙ্গে আলোচনা করেন। শেষে খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধৃত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ তাজাহার আলি। বাড়ি মেদিনীপুর কোতয়ালি থানার অন্তর্গত বীরসিংহপুরে। বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। অভিযোগকারিনীর বক্তব্য, ওই যুবকের সঙ্গে তাঁর ছ’মাস ধরে সম্পর্ক রয়েছে। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হন। কিন্তু ওই যুবক তাঁকে বিয়ে করতে রাজি হননি। ঘটনার পর থেকে গ্রামছাড়া ছিলেন তাজাহার। সম্প্রতি গ্রামে ফিরলে যুবতীর বাড়ির লোকজন তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এ বারও ওই যুবক তা ফিরিয়ে দিলে মঙ্গলবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান ওই যুবতী।

এ বার ব্লক স্তরে ক্যারাটে প্রশিক্ষণ
স্কুলছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দিচ্ছে প্রশাসন। পুজোর আগেই মেদিনীপুর সদর মহকুমার ৬টি ব্লকে অন্তত একটি করে স্কুলে ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। দু’-তিন ধরে প্রশিক্ষণ শিবির চলার কথা। কয়েকদিন আগে ব্লক থেকে স্কুলের নাম চাওয়া হয়। এক ক্যারাটে প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শিবির হওয়ার কথা। মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত বলেন, “স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ শিবির করার উদ্যোগ শুরু হয়েছে। এমন শিবির যত বেশি হবে ততই ছাত্রীরা উপকৃত হবে।”

সিটুর দাবি দিবস
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা, শ্রমিকের অর্জিত অধিকার রক্ষায় উপযুক্ত পদক্ষেপ কর-সহ বেশ কিছু দাবিতে বুধবার মেদিনীপুর শহরে মিছিল করল সিটু। সংগঠনের ডাকে এদিন ‘দাবি দিবস’ পালিত হয়। জেলার বিভিন্ন এলাকাতেই দিনটি পালন করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.