পুজো আসছে |
|
নাম: |
হাজরা মোড় সর্বজনীন দুর্গোৎসব |
উদ্যোক্তা: |
হাজরা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি |
নিবাস: |
মঞ্জুশ্রী মোড় থেকে পাঁশকুড়া-হলদিয়া রাজ্য সড়ক ধরে সুতাহাটা
যাওয়ার পথে বাসে হাজরা মোড়ে নেমে রাস্তার ধারেই মণ্ডপ। |
বয়স: |
চুয়াল্লিশে পা দিল |
বিশেষত্ব: |
পরিবেশ বান্ধব উপাদান দিয়ে মন্দিরের আদলে ৬০ ফুট উচ্চতার মণ্ডপ।
বাঁশের প্রতিমা। আলোকসজ্জায় কেদারনাথ বিপর্যয়। বাজেট ২২ লক্ষ টাকা। |
নজর কাড়বে: |
মণ্ডপের ভিতরে তিন হাজার বর্গফুটের প্রাঙ্গণে থাকবে
সামাজিক সচেতনতামূলক বিভিন্ন মডেল। |
|
|
নাম: |
প্রেমবাজার সর্বজনীন দুর্গোৎসব |
উদ্যোক্তা: |
প্রেমবাজার কো-অপারেটিভ সোসাইটি |
নিবাস: |
স্টেশন থেকে কেশিয়াড়িগামী বাসে করে
প্রেমবাজারে নেমে মার্কেট কমপ্লেক্সে মণ্ডপ। |
বয়স: |
চুয়ান্ন বছরে পা দিল |
বিশেষত্ব: |
গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ। ধ্বংসের মধ্যেও সৃষ্টির রূপ ফুটিয়ে
তুলতে শিবলিঙ্গ থেকে গঙ্গার অবিরাম ধারা বয়ে যাওয়ার চিত্র তুলে ধরা হবে।
সোমনাথ মন্দিরের পাথরের মূর্তির ধাঁচে প্রতিমা। |
নজর কাড়বে: |
ফোমের মণ্ডপটি আলোর কারসাজিতে অনন্য হয়ে উঠবে।
মণ্ডপে নানা রূপে দেখা যাবে শিব-দুর্গাকে। |