বাস উল্টে জখম ১৪
নিজস্ব সংবাদদাতা • আমতা |
চলছে উদ্ধারের কাজ। নিজস্ব চিত্র। |
নয়ানজুলিতে বাস উল্টে জখম হলেন ছয় মহিলা-সহ ১৪ জন যাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমতার পূর্ব গাজিপুরে। আহতদের আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পরে ৯ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। দু’জনকে ‘রেফার’ করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসটি বাগনান-আমতা রুটের। বেলা ১টা নাগাদ সেটি রওনা দেয় বাগনানের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাগনান-আমতা রাস্তা ধরে জোর গতিতে আসছিল বাসটি। সওয়া ১টা নাগাদ বাসটি হুড়মুড় করে নেমে যায় রাস্তার পাশের জল-ভর্তি নয়ানজুলিতে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বাসটির সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার-কাজে হাত লাগান। আসে পুলিশও। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব গাজিপুরের বাসিন্দা তথা আমতা রামসদয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী শাবানা খাতুন বলেন, “আমি কলেজ থেকে এই বাসে চেপে বাড়ি ফিরছিলাম। হঠাৎ শুনলাম প্রচণ্ড শব্দ। তারপরে বাস জলে পড়ে উল্টে গেল। কারা আমায় উদ্ধার করলেন, কিছুই বুঝতে পারিনি।” প্রতিমা দিগের নামে বাগনানের হারোপ গ্রামের আরও এক যাত্রী বলেন, “নাতনি এবং মেয়েকে নিয়ে বাসে চেপে বাড়ি ফিরছিলাম। বাসটি জলে পড়ে গেলে নাতনিকে দু’হাতে তুলে ধরে চিৎকার করতে থাকি। স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করেন।” দুর্ঘটনার পরেই বাসের চালক-খালাসি পালায়। |
যুবতীর দেহ তারকেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
এক যুবতীর মৃতদেহ উদ্ধার হল তারকেশ্বর নদীর চরে। বুধবার বিকেলে গোঘাটের সাজিডাঙ্গা গ্রাম সংলগ্ন তারকেশ্বর নদীর চর থেকে হাতের শিরা কাটা অবস্থায় ওই যুবতীর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মৌমিতা জালাল (২৫)। বাড়ি গোঘাটের হাটতলায়। পরে মৃতার বাড়ি থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী মঙ্গলবার বিকেলে আরামবাগের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন। রাতে বাড়ি না ফেরায় বাবা মহাদেব জালাল গোঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে ওই এলাকায় মৃতদেহ দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিখোঁজ মেয়েটির বাবা মহাদেববাবুকে ডেকে পাঠায়। তিনি এসে মেয়ের দেহ শনাক্ত করেন। পরে বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে লেখা ছিল, “আমি না ফিরলে বা মারা গেলে কেউ দায়ী নয়।” প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বাংলা এম এ করা ওই যুবতী চাকরি পাচ্ছিলেন না। রোগা হওয়ার কারণে বেশ কয়েক বার বিয়ের সম্বন্ধও এসে ভেস্তে যায়। সেই কারণেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
জুতোপেটা করলেন কাউন্সিলর, নালিশ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ চলছিল এলাকায়। তারই জেরে বিদ্যুৎস্পৃষ্ট হন এক ব্যক্তি। মারা যায় একটি গরু। বুধবার দুপুরে উলুবেড়িয়ার লতিবপুরের এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার তপন বাগ ও চার শ্রমিককে ঘেরাও করেন স্থানীয় মানুষ। অভিযোগ, মারধর করা হয় শ্রমিকদের। খবর পেয়ে আসেন উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর রবিয়াল হক মোল্লা। অভিযোগ, তিনি তপনবাবুকে জুতোপেটা করেন। খবর পেয়ে পুলিশ আসে। তবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি কোনও পক্ষই। রবিয়াল বলেন, “মিটমাট হয়ে গিয়েছে।” একই কথা জানান তপনবাবুও। |
‘প্রতারণা’, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রতারণার অভিযোগে দুই ব্যবসায়ী গ্রেফতার হল। মঙ্গলবার, হাওড়া থেকে। ধৃতদের নাম অশোক গুপ্ত ও মুলতানমল পারেখ। পুলিশ জানায়, রাহুল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, জমি ও ফ্ল্যাট কেনার জন্য তিনি ধৃতদের ২ কোটিরও বেশি টাকা অগ্রিম দিয়েও কিছু পাননি। ধৃতদের পুলিশি হেফাজত হয়। ৫০ লক্ষেরও বেশি টাকা প্রতারণার অভিযোগে এক অর্থলগ্নি সংস্থার মালিক সানি আহমেদ মঙ্গলবার ধরা পড়ে। মণীশ গুপ্ত নামে এক আমানতকারীর অভিযোগেই ধরা পড়ে সে। |