রাস্তা সংস্কার খুবই জরুরি |
কী প্রয়োজন: হাওড়া জেলার আমতা-১ নম্বর পঞ্চায়েত সমিতির হরিশদাদপুর স্টেশন থেকে ঘোষপুর জুনিয়র হাইস্কুল পর্যন্ত যাতায়াতের মূল রাস্তাটির হাল অত্যন্ত শোচনীয়। অবিলম্বে সংস্কার প্রয়োজন।
কেন? রাস্তার মধ্যে ভান্ডার উচ্চ বালিকা বিদ্যালয়, পানপুর শশিভূষণ হাইস্কুল, ঘোষপুর জুনিয়র হাইস্কুল ও বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বেশ কয়েকটি গ্রামের মানুষ এবং বাস ও ট্রেনের যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে নাজেহাল হতে হয়। রাস্তার দু’ধারে বন জঙ্গল ও আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। একটু বৃষ্টি হলেই জল জমে।
প্রস্তাব: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে এই রাস্তাটি সংস্কারের জন্য হাওড়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
অমল চট্টোপাধ্যায়, আমতা। |
কী প্রয়োজন: ভদ্রেশ্বর স্টেশনে স্থায়ী অটো স্ট্যান্ড চাই।
কেন? ভদ্রেশ্বর স্টেশন থেকে বৈদ্যবাটি স্টেশন ও চন্দননগর গঞ্জ পর্যন্ত দুটি রুটের অটো চলাচল করে। সেগুলি স্টেশন রোডের উপরেই সার বেঁধে দাঁড়িয়ে থাকে। ফলে যানজটের কবলে হয়রান হতে হয় যাত্রীদের।
প্রস্তাব: ভদ্রেশ্বর ও চাঁপদানি পুরসভার কাছে আবেদন, স্টেশনের কাছে একটি স্থায়ী অটোস্ট্যান্ড তৈরি করলে সমস্যার সুরাহা হয়। |
কালীশঙ্কর মিত্র, ভদ্রেশ্বর, হুগলি। |