টুকরো খবর
ভি কে সিংহের মন্তব্য নিয়ে তদন্তের নির্দেশ
প্রাক্তন সেনাপ্রধানের মন্তব্যের সত্যতা খতিয়ে দেখা হবে বলে বুধবার জানাল কেন্দ্র। সোমবার প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ দাবি করেন, জম্মু এবং কাশ্মীরে স্থায়িত্ব বজায় রাখতে নানা ধরনের কাজ করতে হয়। তার জন্য সেনাবাহিনী মোটা টাকা দেয় ওই রাজ্যের বহু মন্ত্রীকেই। আরও বলেন, স্বাধীনতার পর থেকেই এই প্রথা চলে আসছে। তাঁর এই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। ভি কে সিংহের সমালোচনা করে বহু রাজনীতিকই। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আর কিছু দিনের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন মনমোহন। আগে প্রাক্তন সেনাপ্রধানের এমন মন্তব্য বেকায়দায় ফেলতে পারে কেন্দ্রকে। দেশের মধ্যেও এই ঘটনার সিবিআই তদন্তের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভার সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথেই মনমোহন সিংহ তদন্তের আশ্বাস দেন।

পুরনো খবর:
দেবযানী এ বার ইডি হেফাজতে
সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন এবং ওই সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায় এত দিন রাজ্য বা কলকাতা পুলিশের হেফাজতে ছিলেন। এ বার দেবযানীকে জেরা শুরু করল কেন্দ্রীয় সরকারের অধীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সারদার আর্থিক কেলেঙ্কারিতে এই প্রথম কেন্দ্রের কোনও তদন্তকারী সংস্থা সারদার ওই কর্ত্রীকে নিজেদের হেফাজতে নিল। তবে সুদীপ্তকে এখনও হেফাজতে নেয়নি তারা। ইডি-র অফিসারেরা ঠিক কী জানার জন্য দেবযানীকে জেরা করতে চান? ইডি সূত্রের খবর, সারদা গোষ্ঠীর তছরুপের জাল গোটা দেশেই ছড়ানো ছিল। দেশের কোথায় কোথায়, কী ভাবে সারদা গোষ্ঠী টাকা বিনিয়োগ করেছে, তদন্তে সেটা বিশেষ ভাবে যাচাই করে দেখা হবে। সাধারণ লগ্নিকারীর টাকা কোথায় গেল, সেটা খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে ওই সংস্থার আমানতের অন্য উৎসও খুঁজবে ইডি। সুদীপ্ত ও দেবযানী দু’জনের বিরুদ্ধেই দেশ জুড়ে অবৈধ ভাবে টাকা লেনদেনের অভিযোগ এনেছে ইডি। বুধবার দেবযানীকে কলকাতা নগর ও দায়রা আদালতের (বিচার ভবন) মুখ্য বিচারকের আদালতে হাজির করানো হয়। তাঁকে ১৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। মুখ্য বিচারক ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় ওই অভিযুক্তকে ১ অক্টোবর পর্যন্ত ইডি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার তাঁকে আবার আদালতে তুলতে হবে। বর্ধমানের একটি মামলাতেও অভিযোগ আছে সুদীপ্তের বিরুদ্ধে। সেই মামলায় এ দিন তাঁকে সেখানকার আদালতে তোলা হয়। সেই জন্য সারদার কর্ণধারকে বিচার ভবনে হাজির করানো যায়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, সুদীপ্ত ও দেবযানী এর আগে বিধাননগর পুলিশের হেফাজতে থাকাকালীন তাঁদের জেরা করা হয়েছিল। কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে অনেক মামলা দায়ের হওয়ায় ইডি-র তদন্তকারী অফিসারেরা তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারছিলেন না। ওই দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইডি-র তদন্তকারীরা আগেই নগর ও দায়রা আদালতের মুখ্য বিচারকের কাছে আবেদন জানান। আদালত এ দিন দুই অভিযুক্তকেই হাজির করানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু সুদীপ্ত বর্ধমানে থাকায় তাঁকে কলকাতার আদালতে তোলা যায়নি।

মুক্তিপণ দাবি
এনএইচপিসি-র অপহৃত জেনারেল ম্যানেজারকে মুক্তির বিনিময়ে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করল এনডিএফবি সংবিজিৎ গোষ্ঠী। পুলিশ সূত্রে এমনই খবর জানা গিয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কেউই মুখ খোলেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিলকুমার অগ্রবালের অপহরণে ব্যবহার হওয়া দু’টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে অগ্রবালের গাড়ির চালকও।

প্রকল্প চালুর ছক
অরুণাচলে যান্ত্রিক সমস্যায় অচল এবং থম্কে থাকা জলবিদ্যুৎ প্রকল্পগুলি চালু করতে চান মুখ্যমন্ত্রী নাবাম টুকি। বিধানসভায় তিনি জানান, রাজ্যে অধিকাংশ ছোট ও বড় জলবিদ্যুৎ প্রকল্প যান্ত্রিক ত্রুটি, না-হয় প্রাকৃতিক দুর্যোগের জেরে অচল হয়ে রয়েছে। সে গুলি ফের চালু করতে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে বিশেষ নীতি নেওয়ার কথা ভাবা হচ্ছে। টুকি জানান, প্রথম পর্যায়ে ১৮টি জলবিদ্যুৎ প্রকল্পকে সচল করার কাজ হবে।

দশেরার পরে
কেদারনাথের ধ্বংসস্তূপ সরানোর কাজ ফের শুরু হবে দশেরার পরে। মঙ্গলবার দিল্লি থেকে ফিরে এই কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা। বন্যার ফলে ব্যাপক ক্ষতি হয় কেদারের।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.