|
|
|
|
১০৭ কোটি টাকার জাল স্ট্যাম্প পেপার উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পটনার তিনটি জায়গায় তল্লাশি চালিয়ে ১০৭ কোটি টাকার জাল স্ট্যাম্প পেপার উদ্ধার করল বিহার পুলিশ। এই ঘটনায় জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাদের জেরা করে জানতে পেরেছে, গত কয়েক বছর ধরেই তাদের এই কারবার চলছে। ইতিমধ্যেই জাল স্ট্যাম্প পেপার বিহার ছাড়াও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা ও উত্তর প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিহার পুলিশ ইতিমধ্যেই প্রতিবেশী সমস্ত রাজ্যকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদেরও সহায়তা চাওয়া হয়েছে।
পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে গত কাল রাতে পত্রকার নগর থানা এলাকার একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশের প্রথম দলটি। সেখান থেকে দু’কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প পেপার উদ্ধার করার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় চক্রের প্রধান রঞ্জিত কুমার ও অন্য তিনজনকে। পুলিশ জানিয়েছে, রঞ্জিতের বাড়ি পূর্ব উত্তর প্রদেশের গোরক্ষপুরে। এরপরে পুলিশ ওই চার জনকে লাগাতার জেরা করে আজ সকালে পটনার খেমনিচক এলাকার আরেকটি বাড়িতে হানা দেয়। সেখান থেকে ১০০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প পেপার উদ্ধার করে পুলিশ। ধরা পড়ে ৭ জন। জাল স্ট্যাম্প পেপারের পরিমাণ দেখে পুলিশের তখন মাথায় হাত। জেরা চলিয়ে পুলিশ পত্রকার নগরেরই আরও একটি ফ্ল্যাটে হানা দেয়। তিন নম্বর হানায় পুলিশ আরও ৫ কোটি টাকার স্ট্যাম্প পেপার উদ্ধার করে। গ্রেফতার হয় আরও পাঁচ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে কয়েকজন জেলবন্দি কুখ্যাত অপরাধী সঞ্জয় যাদবের শাগরেদ। |
|
|
|
|
|