উৎসবের মরসুমে ফোনের দাম কমিয়ে দিল ব্ল্যাকবেরি
সংবাদসংস্থা • মুম্বই |
লোকসান কমানোর মরিয়া চেষ্টায় আসন্ন উৎসবের মরসুমের জন্য ফোনের দাম কমাল ব্ল্যাকবেরি। সংস্থা জানাল, ভারতে তাদের ‘জেড১০’ ফোনটির দাম কমানো হয়েছে প্রায় ৩১%। ৪৩,৪৯০ টাকার পরিবর্তে তা মিলবে ২৯,৯৯০ টাকায়। তবে সাময়িক ভাবে এই সুবিধা মিলবে। ব্ল্যাকবেরি-১০ প্রযুক্তিচালিত এই ফোনটি গত জানুয়ারিতেই বাজারে আনে সংস্থা। অ্যাপল, স্যামসাং-এর সঙ্গে পাল্লা দিতে যা তাদের হাতিয়ার হবে বলে মনে করেছিল তারা। কিন্তু আদতে সেই প্রচেষ্টা কাজে লাগেনি। বরং যখন আই ফোন ৫এস-এর চাহিদা মেটাতে হিমসিম অ্যাপল, গত সপ্তাহে ঠিক তখনই বিশ্ব জুড়ে ৪৫০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ব্ল্যাকবেরি। হাতবদলেও আপাতত সায় দিয়েছে তারা। জন্মসূত্রে ভারতীয় প্রেম বৎস-র সংস্থা ফেয়ারফ্যাক্স -এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ব্ল্যাকবেরি কিনতে ৪৭০ কোটি ডলারের দরপত্র দিয়েছে সোমবারই। প্রসঙ্গত, গত বছর মার্চেও বিভিন্ন ফোনের দাম ২৬% পর্যন্ত কমিয়েছিল তারা। লড়াইয়ে টিকে থাকতে অর্ধেক করেছিল ট্যাবলেট কম্পিউটার ‘প্লে-বুক’-এর মূল্য।
পুরনো খবর: বাঁচার পথ খুঁজতে হাতবদলের প্রস্তাব মানল ব্ল্যাকবেরি
|
জলে জঙ্গল ভ্রমণ শুরু
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
গরুমারা সংলগ্ন ময়নাগুড়ির পানবাড়ি এলাকায় দেশ বিদেশের পর্যটকদের জন্য শুরু হল নৌকায় ত্রিবেণী সঙ্গম ভ্রমণ। বুধবার ফিতে কেটে নৌকা ছেড়ে মাঝিমাল্লাদের ‘জলঢাকা-ডায়না-মূর্তি স্বনির্ভর গোষ্ঠীর’ উদ্যোগে ওই ভ্রমণের উদ্বোধন করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সন্দীপ বাগ। এ দিন বেশ কিছু পর্যটক সাজানো নৌকায় জলঢাকা, ডায়না ও মূর্তি নদীর সঙ্গম এলাকায় ঘোরেন। স্বনির্ভর গোষ্ঠীর পক্ষে মানিক দে সরকার ও অনন্ত রায় জানান, ছয়টি নৌকায় ভ্রমণের ব্যবস্থা থাকছে। প্রতি নৌকায় ছয় জন। কদমবাড়ি ঘাট থেকে নৌকা ছেড়ে ডাকুচর, কামারঘাট, ডোববাড়ি হয়ে গধেয়াকুঠির খয়ের বনে যাবেন মাঝিরা। জলপথে ভ্রমণের সময় চরের দেখা মিলতে পারে বাইসন, হাতি, হরিণ। শীতে অবশ্যই মন কাড়বে পরিযায়ীরা।
|
অক্টোবরে দাম বাড়াচ্ছে মারুতি
সংবাদসংস্থা • গুয়াহাটি |
টাকার দামে ক্রমাগত পতনের কারণে হুন্ডাই, জেনারেল মোটরস, টয়োটা কির্লোস্কর-এর পর এ বার গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি-সুজুকি। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সবক’টি মডেলের দামই ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। সংস্থার চিফ অপারেটিং অফিসার (বিপণন) ময়াঙ্ক পারেখ জানান, ডলারে টাকার দাম কমায় যন্ত্রাংশ আমদানির খরচ বেড়েছে। তাই এই সিদ্ধান্ত।
|
ভেষজ চা প্রক্রিয়ায় নয়া কারখানা রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গে ভেষজ চা প্রক্রিয়াকরণ কারখানা গড়তে আগ্রহী রফতানিকারী সংস্থা ইউনিক অর্গানিক্স। এ জন্য ৫০০ কোটি টাকা লগ্নি করতে চায় তারা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে জমি চিহ্নিত হয়েছে বলে জানান জয়পুর ভিত্তিক সংস্থাটির কর্তা জে পি কানোরিয়া। তাঁর দাবি, জমির মালিকদের সঙ্গে কথাবার্তা এগিয়েছে। জমি হাতে পেলে সেখানে ভেষজ চা প্রক্রিয়ার কারখানা হবে। সেই চা দেশীয় বাজারের পাশাপাশি রফতানি হবে বিদেশেও।
|
রাজ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করার জন্য তিরুঅনন্তপুরমের একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল নাগাল্যান্ড সরকার। রাজ্য সরকারের পরিবহন সচিব ও কমিশনার নিয়েহু থর জানান, প্রাথমিকভাবে দুই বছরের জন্য এই চুক্তি হয়েছে। পরে তা বাড়ানো হতে পারে। ডিমাপুর হতে চলেছে চপারের বেস স্টেশন। দুটি ১৩ আসন বিশিষ্ট বেল ৪১২ চপার রাজ্যে আসছে।
|
আর্শদীপ ফিনান্সের বাজার থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা বহাল রাখল রিজার্ভ ব্যাঙ্ক। অভিযোগ, ওয়ারিশ ফিনান্স, ওয়ারিশ গ্রোথ, ওয়ারিশ গোষ্ঠী, ওয়ারশি গোষ্ঠী নাম নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তুলছে তারা। তাই রিজার্ভ ব্যাঙ্কের আগাম লিখিত অনুমতি ছাড়া আর্শদীপ তহবিল সংগ্রহ, জমি ও অন্যান্য সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।
|
ঢাকায় শুরু হয়েছে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির তাঁতবস্ত্র প্রদর্শনী। সেখানে পশ্চিমবঙ্গের হয়ে ভারতের প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত বস্ত্রশিল্পী গৌর চন্দ্র বসাক। নন্দী স্ট্রিটের আরএমজি সি বসাক বিপণির তরফে তা জানানো হয়েছে। প্রদর্শনী চলবে ২৭শে পর্যন্ত। |