সজল ঘোষ খুনের মামলা ফের স্থগিত
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
দ্বিতীয় বারের জন্য স্থগিত হয়ে গেল সজল ঘোষ হত্যা মামলার শুনানি। এর আগে ১৩ সেপ্টেম্বর নবদ্বীপের অতিরিক্ত জেলা জজ এবং সেশন জজের আদালতে এই মামলায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিলেন মামলার অন্যতম অভিযুক্ত প্রদীপ সাহার আইনজীবীরা। বিচারক সেই আবেদন মঞ্জুর করে ২৫ সেপ্টেম্বর থেকে শুনানির দিন ধার্য করেন। বুধবার সেই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টো নাগাদ মামলাটি শুরু হতেই প্রদীপ সাহার আইনজীবী প্রতীম সিংহ রায় আদালতে জানান, তাঁরা মামলাটি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। হাইকোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত আদালতে মামলাটি স্থগিত রাখা হোক। প্রতীমবাবু বলেন, “নবদ্বীপ আদালতে আমরা সজল ঘোষের দেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ও খুনের রাতে নবদ্বীপ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের এজাহার নিতে চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা খারিজ করে। একই আবেদন উচ্চতর আদালতে করেছি। উচ্চতর আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত মামলাটি স্থগিত রাখতে চেয়ে এ দিন ফের আবেদন করা হয়েছে।” নদিয়ার অতিরিক্ত সরকারি কৌসুলী বিকাশকুমার মুখোপাধ্যায় জানান, ১৯ নভেম্বর থেকে আবার মামলাটির শুনানি শুরু হবে।
পুরনো খবর: সাক্ষ্য শুরু, এজলাসে হাজির প্রদীপ সাহা |
চোলাই উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
চোলাই মদ-সহ ৬ জনকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কাটোয়া শহরের কারবারাতলা ও ভূতনাথতলা সংলগ্ন এলাকা থেকে চোলাই মজের কারবারিদের ধরে পুলিশ। ধৃতদের নাম শান্তি দাস, ইন্দু সাহা, রীনা সিংহ, চঞ্চলা মাঝি, সুমিত্রা মাঝি ও সমীর ঘোষ বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হলে কাটোয়ার এসিজেএম ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ধৃতদের কাছ থেকে ১০ ব্যারেল (৫০০ লিটার) চোলাই মদ, ৬৫টি দেশি মদের বোতল ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে। উল্লেখ্য, যে জায়গা থেকে চোলাই মদ উদ্ধার করা হয়েছে, তার পাশেই রয়েছে আবগারি দফতরের অফিস। আবগারি দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আবগারি দফতর অবশ্য কোনও মন্তব্য করতে চায়নি।”
|
বিশ্ববিদ্যালয়ের কর্মীর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভেড়িখানা আবাসন থেকে বিশ্ববিদ্যালয়েরই এক চতুর্থ শ্রেণির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার সন্ধ্যায় পিন্টু নাগ (৪২) নামে ওই কর্মীর গলায় ফাঁস দেওয়া দেহ মেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রচুর ঋণ হয়ে যাওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। তার জেরেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। |