পাসের ক্লাস হয় না কাটোয়া কলেজে, ক্ষুব্ধ স্থায়ী কমিটি |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কালনা কলেজের পর কাটোয়া কলেজ পরিদর্শন করলেন বিধানসভার উচ্চশিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। বৈঠকে পাস-কোর্সের ক্লাস নিয়মিত হয় না কেন, এই প্রশ্ন তুলে কাটোয়া কলেজের শিক্ষকদের ভৎসর্না করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।
বুধবার সকাল ১০টা নাগাদ পাঁচ বিধায়ক-সহ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কাটোয়া কলেজ পরিদর্শনে আসেন। বিকেল পর্যন্ত কলেজে ছিলেন তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন হাওড়ার (দক্ষিণ) বিধায়ক ব্রজমোহন মজুমদার, সোনারপুরের বিধায়ক জীবন মুখোপাধ্যায়, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, কুলতলির বিধায়ক তরুণ নস্কর, ও মেমারির আবু হাসেম মণ্ডল।
কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কলেজ চত্বর ঘুরে দেখেন। তারপর বৈঠক করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে। কমিটির সদস্যরা হাজিরা খাতা দেখেন। হাজিরা খাতা দেখে অবাক হয়ে যান তাঁরা। সেখানে সেপ্টেম্বর মাসে একদিনও সই করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য চট্টোপাধ্যায়। কমিটির সদস্যদের প্রশ্নের মুুখে অনিন্দ্যবাবু সাফাই দেন, “কাজের চাপে হাজিরা খাতায় সই করতে পারিনি।” ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পরে কমিটির সদস্যরা ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। |
কলেজ সূত্রে জানা গিয়েছে, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জীবন মুখোপাধ্যায় ছাত্র সংসদের কাছে জানতে চান, “কলেজে পড়ুয়ারা কোথায়? এখানে কী ক্লাস হয় না?” ছাত্র সংসদের সদস্যরা জানান, শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর কয়েকদিন ক্লাস হলেও তারপর কলা বিভাগের (দিবা) কোনও পাস বিষয়ের ক্লাস হয় না। তবে অনার্স বিষয়ে ক্লাস হয়। ছাত্র সংসদের সদস্যদের অভিযোগ, শিক্ষকরা ক্লাসে অনিয়মিত আসেন। তাই পড়ুয়ার সংখ্যাও কমতে থাকে। এ নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানায় তাঁরা। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ওই স্মারকলিপির প্রতিনিধি চেয়ে নেন। এরপর কলেজ শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। সেখানে ক্লাস না হওয়ার বিষয়টি ওঠে। শিক্ষকদের উত্তরে সন্তুষ্ট হতে না পেরে শিক্ষকদের ভৎসর্না করেন কমিটির সদস্যরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, “শিক্ষক-অশিক্ষক ও ঘরের অপ্রতুলতার কথা জানিয়েছি।” ছাত্র সংসদের পক্ষ থেকেও খেলার মাঠ-সহ একাধিক সমস্যার কথা তুলে ধরে কমিটির প্রতিনিধিদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা জানান, বিস্তারিত রিপোর্ট তৈরি করে বিধানসভায় দেওয়া হবে।”
স্ট্যান্ডিং কমিটির এক সদস্য বলেন, “এই কলেজে বেলা দেড়টার পর কোনও ক্লাস হয় না। পাস বিষয়গুলি পড়ানোই হয় না। সেই কারণে শিক্ষকদের কড়া ভাষায় ধমক দিয়ে বলেছি, আপনারা পড়ানো বাদ দিয়ে সব কাজই করছেন।” |