ধরা পড়েও চম্পট ভুয়ো পরীক্ষার্থীর |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আবগারি দফতরের কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। পরে হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে চম্পট দেয় সে।
বুধবার সকালে দুর্গাপুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ছোটন মণ্ডল। বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় ধৃত যুবক পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালায়। তার খোঁজে তল্লাশি চলছে। |
পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন ক্যাম্পে (আইআরবি) আবগারি দফতরের কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছিল এ দিন। অভিযোগ, বার্নপুরের বাসিন্দা হরিন্দর ঠাকুরের জায়গায় পরীক্ষায় বসেছিল ছোটন। কিন্তু ছবি ও অন্যান্য তথ্যে অসঙ্গতি মেলায় খবর দেওয়া হয় পুলিশে। নিউ টাউন শিপ থানার বিধাননগর ফাঁড়ি থেকে পুলিশ এসে ভুয়ো পরীক্ষার্থী হিসাবে ছোটনকে গ্রেফতার করে। এরপরে প্রথামাফিক তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। জিপের পিছন দিকে বসেছিল সে। হাসপাতালে ঢোকার আগের মোড়ে গাড়ির গতি শ্লথ হতেই পুলিশ কর্মীদের চোখ এড়িয়ে জিপ থেকে ঝাঁপ মেরে পালায় ছোটন। গাড়িতে থাকা পুলিশ কর্মীরা বোঝার আগেই সে গা ঢাকা দেয়। এ দিনের পরীক্ষার্থী শেখ মইনুল, বিশ্বজিৎ নায়েকরা জানান, ভুয়ো পরীক্ষার্থী ছোটনকে পুলিশ আইআরবি ক্যাম্প থেকে গ্রেফতার করে। হাসপাতালে ঢোকার আগেই সে পালায়। পুলিশ জানিয়েছে, দুর্গাপুর ও সংলগ্ন থানাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চলছে অন্যান্য যাত্রীবাহী গাড়িতেও। নিয়োগকারী আধিকারিকদের অন্যতম হিসাবে আইআরবি ক্যাম্পে উপস্থিত ছিলেন এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায়। তিনি জানান, অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কারণ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। হাতকড়া ঠিকভাবে পরানো হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। |