টুকরো খবর
স্ত্রী খুনে যাবজ্জীবন
দীর্ঘদিন অত্যাচারের পর স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল রায়গঞ্জের ফাস্ট ট্র্যাক ফার্স্ট আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক তপন কুমার মণ্ডল ওই রায় দেন। সাজাপ্রাপ্তের নাম লেবুয়া মহম্মদ। পেশায় দিনমজুর লেবুয়ার বাড়ি ইটাহার থানার বালিজোল এলাকায়। খুনের আগে স্ত্রীকে নির্যাতনের দায়ে বিচারক লেবুয়াবাবুকে পৃথক ভাবে ২ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানার নির্দেশও দেন। দুটি সাজা একসঙ্গে চলবে। সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে লেবুয়া। গত ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেশী জাসমিনার সঙ্গে লেবুয়ার বিয়ে হয়। ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি শোওয়ার ঘর থেকে ১৯ বছর বয়সী জাসমিনার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি বিদ্যুতের তারও উদ্ধার হয়। মৃতার বাবা জমিরুদ্দিন আহমেদ লেবুয়াবাবুর বিরুদ্ধে ইটাহার থানায় মেয়েকে নির্যাতন করে খুনের অভিযোগ দায়ের করেন। জমিরুদ্দিনবাবু পুলিশের কাছে অভিযোগ করে জানান, মেয়ের গায়ের রঙ কালো ও মুখে দুর্গন্ধ থাকার অপরাধে বিয়ের পর থেকেই লেবুয়া মেয়ের উপর নির্যাতন চালাত। লেবুয়া জাসমিনার গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়।

চাঁচলে মৌসমের সভা
চাঁচলে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে কর্মীসভা করলেন উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। মঙ্গলবার বিকালে চাঁচল-২ ব্লকের কমিউনিটি হলে কর্মীসভা হয়। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য ছাড়াও সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল ও বুথ সভাপতিরা। গত পঞ্চায়েত নির্বাচনে চাঁচল-১ ব্লকে দলের ভরাডুবি হলেও চাঁচল-২ ব্লকে কংগ্রেস ভল ফল করেছে। পঞ্চায়েত সমিতির দখলে নেওয়া ছাড়াও ব্লকের ৭টি পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। এদিনের সভায় জয়ী প্রার্থীরা ছাড়া পরাজিতরাও উপস্থিত ছিলেন।

অভিযুক্ত বাবা-মা
পারিবারিক সমস্যা মেটাতে এসে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতেই মেয়েকে মারধর করে গলার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। মালদহের চাঁচলের ভাকরি এলাকার কনুয়া ভবানীপুরে মঙ্গলবার ঘঠনাটি ঘটেছে। মারধর করে এক ভরি সোনার হার ছিনতাই করা হয়েছে বলে বাবা-মা-কাকা-কাকিমার বিরুদ্ধে অভিযোগ জানান মেয়ে। মেয়ে জামাইয়ের বিরুদ্ধেও পাল্টা মারধরের অভিযোগ উঠেছে। টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে মেয়ে জামাইয়ের সঙ্গে বাবা-মায়ের বিবাদ চলছিল। এদিন সকালে দুই তরফই হাজির হন প্রধান শর্বরী সাহার বাড়িতে। তিনি বলেন, “মীমাংসার জন্য এসে এ কান্ড বাঁধাবে ভাবতে পারিনি।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.