প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়ার মালিকানাধীন পেট্রোল পাম্প থেকে ডিজেলের বদলে জল বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানার চম্পাসারির রেগুলেটেড মার্কেট এলাকায়। ওই পেট্রোল পাম্পের ম্যানেজার সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ডিজেল ভরার পরে গাড়ি না চলায় ক্ষুব্ধ চালকরা মঙ্গলবার পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে অবস্থা সামাল দেয়। চার হাজার লিটার জল বিক্রি করা হয় বলে অভিযোগ। শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “ওই পাম্প ডিজেলের বদলে জল বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ট্যাঙ্কারে ৪ হাজার লিটার ডিজেল ছিল। সবটাই জল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাম্পের ম্যানেজার সহ এক কর্মীকে ধরা হয়েছে। দু’জনের নাম সঞ্জয় সেনগুপ্ত ও সুজিত দাস।” |
তবে পাম্প মালিকের কোনও দোষ দেখছেন নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল পালচৌধুরী। তাঁর অভিযোগ, যে ওই ট্যাঙ্কার থেকে ডিজেল পাম্পে সরবরাহ হয়েছে তার চালক ও খালাসি ওই ঘটনায় যুক্ত। তেল সরবরাহকারী সংস্থা আমাদের জানিয়েছে ট্যাঙ্কার চিহ্নিত করে সেটির চালক-খালাসিকে ধরা হবে।” এই ঘটনায় বিব্রত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং। তিনি বলেন, “আমি পাম্পের মালিক। কিন্তু, সেখানকার দৈনন্দিন খবরাখবর রাখি না। আমার ‘ফ্রি কিক ভেঞ্চার প্রাইভেট লিমিটেড’ এর নামে পাম্পটি থাকলেও পুরো ব্যবসা দেখাশোনা করেন আমার ব্যবসায়িক অংশীদার মণীশ গৌতম। আমি চাই, ঘটনায় যুক্তরদের গ্রেফতার করে পুলিশ শাস্তির ব্যবস্থা করুক।” এদিকে মণীশবাবু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “তেলের সঙ্গে সামান্য জল ঢুকে যাওয়ায় গাড়িগুলি চালাতে অসুবিধা হয়েছে। কিন্তু চার হাজার লিটার জল বিক্রির খবর ঠিক নয়। এটা নেহাতই গুজব।”
পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ১১ টা নাগাদ ওই পাম্পে তেল ভরতে যান যে সব গাড়ি মালিকরা, তাঁরা ডিজেল ভরে কিছুটা এগোতেই বিপাকে পড়েন। সকলের গাড়ি অচল হয়ে যায়। পাম্পের আশপাশ এলাকায় প্রায় শতাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে। গাড়ি অচল হওয়ায় ক্ষুব্ধ গাড়ি মালিকরা উত্তেজিত হয়ে পড়ে। তাঁরা চেঁচামেচি করতে থাকেন। অভিযোগ, পাম্পের ডিজেল ট্যাঙ্কার থেকে শুধুই জল বার হয়। উত্তেজিত হয়ে কয়েকজন পাম্পের ফুলের টব সহ কয়েকটি চেয়ার ভেঙে দেন। প্রধাননগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। |