গৌরাঙ্গ-ম্যাজিকে ফের কংগ্রেস এল পুরসভায়
লাকায় সাধ্যমত উন্নয়ন, আর সবসময় মানুষের সঙ্গে থাকা, এই ম্যাজিকেই গৌরাঙ্গ নাগের নেতৃত্বে ফের কংগ্রেসের দখলে হলদিবাড়ি পুরসভা। ১৯৯৩ থেকে হলদিবাড়ি পুরসভার কংগ্রেসের। চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ। দলীয় সূত্রে খবর, তিনিই এবারের চেয়ারম্যান হতে চলেছেন।
মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক ছিলেন গৌরাঙ্গবাবু। ২০০২ সালে অবসর নেন। স্ত্রী স্কুল শিক্ষিকা বেলা নাথ মারা যান ২০০৫ সালে। একমাত্র কন্যার বিবাহ হয়ে গিয়েছে। কিন্তু ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে আসা গৌরাঙ্গবাবুর সংসার যেন পুরসভাই। এলাকার মানুষের বিশ্বাস টানা কুড়ি বছর ক্ষমতায় থাকা গৌরাঙ্গবাবুর জন্যই পরিবর্তনের তেমন কোন আঁচ লাগেনি হলদিবাড়ি পুরসভায়। এলাকায় তেমন উন্নয়ন হয়নি বলে প্রচার চালিয়েছিলেন বিরোধীরা। কিন্তু গৌরাঙ্গবাবুর জনদরদী মনোভাবই জয়ের কারণ বলে দাবি কংগ্রেসের।
হলদিবাড়িতে গৌরাঙ্গ নাগ।
জয়ের পরে গৌরাঙ্গবাবু বলেন, “এলাকার মানুষের উন্নয়নই আমার মূল লক্ষ। এলাকার প্রতিটি বস্তি বাড়িতে বিনা খরচায় জলের লাইন, শহরের যানজটের সমস্যা সমাধান, পাশাপাশি পাইকারি সব্জি বাজারের সম্প্রসারণের কাজ করব। আগে যে ভাবে এলাকার উন্নয়ন করেছি, এখনও তা করব।” ইতিমধ্যে এলাকায় ব্যবসায়ীদের পুরসভার তরফে ২৫ শতাংশ কর ছাড় দিয়েছেন তিনি। শহরের সংস্কৃতির উন্নয়নেও উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি পাট্টা প্রদান, আর একটি রেলগেট তৈরি ইত্যাদির দাবিতে বারবার সরব হয়েছেন গৌরাঙ্গবাবু। হলদিবাড়ি পুরসভায় ১১ টি ওয়ার্ডের মধ্যে ৬টি কংগ্রেসের দখলে, তৃণমূল পেয়েছে ৩টি। সিপিএম ১টি ও ফরওয়ার্ড ব্লক ১টি আসন পেয়েছে। ২০০৮ সালের নির্বাচনে কংগ্রেস ৭টি, সিপিএম ৩টি ও নির্দল ১টি আসন পেয়েছিল। গত নির্বাচনের থেকে ১টি আসন কম পেলেও অন্য দলের প্রতি হলদিবাড়ির মানুষের যে আস্থা নেই, তা আর একবার প্রমাণিত হল বলে দাবি করেন গৌরাঙ্গবাবু।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.