সরকারের টানা চাপে পড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জি টি এ-র কাজ ফের শুরু করতে পারে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সূত্রের খবর, শুক্রবার বৈঠক ডেকেছে রাজ্য সরকার। সেখানে মোর্চার নির্বাচিত সদস্যরা যোগ দিয়ে নতুন চিফ এক্সিকিউটিভ নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে জিটিএ চিফ এক্সিকিউটিভ পদে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গের বসার ফের সম্ভাবনা দেখা দিয়েছে। গত জুলাই মাসে গুরুঙ্গের পদত্যাগের পর থেকে পদটি খালি রয়েছে। মোর্চার এক শীর্ষ নেতা জানিয়েছেন, গত সোমবার পুরো বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনা হয়েছে। সিংমারি দলীয় দফতরে বৈঠকও হয়। তাতে জিটিএ-র নির্বাচিত সদস্যদের অনেকেই হাজির ছিলেন। সেখানে ২৭ সেপ্টেম্বর বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, বৈঠকেও নতুন চিফ এক্সিকিউটিভ নির্বাচন করা হবে। বিমল গুরুঙ্গ-সহ দলের শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছেন। বৈঠকে উপস্থিত নেতাদের অনেকেই জান, আলাদা রাজ্যের জন্য জিটিএ মোর্চাকে ছাড়তেই হবে। তবে তা সঠিক সময় ছাড়া প্রয়োজন। এখন এইভাবে তা সম্ভব নয়। এই প্রসঙ্গে মোর্চার কোনও নেতাই প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তাঁদের কয়েকজন শুধু বলেছেন, “চিফ এক্সিকিউটিভ পদের কাকে বসানো হবে তা এ ঠিক হয়নি। ২৭ সেপ্টেম্বর সকালে ঠিক করে ঘোষণা করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিমল গুরুঙ্গ।” গুরুঙ্গের পদত্যাগের পর গত ৪ সেপ্টেম্বর রাজ্য সরকার জিটিএ-র বৈঠক ডেকেছিল। সেখানে নতুন চিফ এক্সিকিউটিভ নির্বাচনের কথা ছিল।
|
আইসক্রিম খেয়ে ছাত্রদের অসুস্থ হওয়ার ঘটনার পর স্কুলের সামনে কোনও খাবারের দোকান বসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিল জটেশ্বর হাই স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার স্কুলের পরিচালন সমিতি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ছাত্ররা যাতে বাইরের কোন খাবার না খায় সে বিষয়ে তাদের সচেতন করা হবে বলে ঠিক হয়েছে। অভিভাবকদের ছাত্রদের টিফিন দিয়ে স্কুলে পাঠানোর জন্য বলা হবে। গত সোমবার স্কুলের সামনে এক ফেরিওয়ালার থেকে কিনে আইসক্রিম খাবার পর অসুস্থ হয় স্কুলের ১৩১ জন ছাত্র। তাদের মধ্যে স্কুল চত্বরের একটি প্রাথমিক স্কুলের ২৫ জন ছাত্র রয়েছে। চিকিসকরা জানিয়েছেন, প্রচুর ছাত্রের ঠোঁটে ও জিভের কিছু অংশ ফেটে গিয়ে রক্ত বার হয়। প্রত্যেককে বীরাপাড়া ও ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুই জনকে বাদে সকলকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার তাদেরও ছেড়ে দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় আইসক্রিম বিক্রেতার বিরুদ্ধে জটেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক জীবন পাল ফালাকাটা থানায় অভিযোগ করেন। জটেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষকের কথায়, “এখন থেকে বাইরের খাবার যাতে ছাত্ররা না খায় তা ছাত্রদের এবং অভিভাবকদের বলা হবে। মিডডে মিলের রান্নার পরিচ্ছন্নতা-সহ খাদ্যগুণ লক্ষ রাখতে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে।”
|
শিলিগুড়ি পুরসভার বাজেট অধিবেশন নিয়ে চলছে জোর জল্পনা। আজ বুধবার, অধিবশনে বাজেট পাশ করাতে তৎপর ক্ষমতাসীন কংগ্রেস বোর্ড। মার্চ মাসে পেশ করা বাজেট নিয়ে বিতর্কের পর সোমবার দ্বিতীয় দফায় বাজেট প্রস্তাব পেশ করেন মেয়র গঙ্গোত্রী দত্ত। সংখ্যালঘু কংগ্রেস পুরবোর্ডে কর্তৃত্ব কারা করবে তা দেখাতে ওই দিনই নানা ভাবে চাপ সৃষ্টি করে তৃণমূল এবং বামেরা। অন্য দিকে মার্চে পেশ করা বাজেট পাস করানো নিয়ে বিতর্ক না মেটায় গত ৬ মাস ধরে আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে শিলিগুড়ি পুরসভায়। ফের বাজেট পাস আটকালে দুর্ভোগ যে বাড়বে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে সে দায় নিতে চান না কোনও পক্ষ। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “আমি আশা করছি সকলে সহযোগিতা করবেন।” তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল বলেন, “যাঁরা ক্ষমতায় রয়েছে তাঁদেরই দায়িত্ব বাজেট পাস করানো।” বামেদের কী ভুমিকা হবে তা নিয়ে মঙ্গলবার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের কাউন্সিলররা।
|
এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে ওই কিশোরীকে। গত শুক্রবার ওই কিশোরী নিখোঁজ হয়। শনিবার শামুকতলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে কিশোরীর বাবা। পুলিশ ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে শামুকতলার দক্ষিণ পারোকাটা গ্রাম থেকে কামাখ্যাগুড়ির পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম আমজাদ আলি। তার বাড়ি দক্ষিণ পারোকাটা গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রি। পুলিশি জেরায় ওই যুবক দাবি করেছে, মোবাইলের মাধ্যমে যোগাযোগের সূত্রে ওই কিশোরীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। দুইজনে বিয়ের জন্যই বাড়ি ছেড়েছিল। তবে কিশোরীর পরিবারের দাবি, মেয়েটির সঙ্গে ওই যুবকের কোনও সম্পর্ক ছিল না।
|
এক তরুণী বধূর সুইসাইড নোটে মূল অভিযুক্ত হিসাবে নাম থাকলেও এক মাস পড়েও সোমেশ ঘোষ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। মঙ্গলবার দার্জিলিং জেলার গণতান্ত্রিক মহিলা সমিতি সম্পাদক স্নিগ্ধা হাজরা অভিযুক্ত সোমেশকে গ্রেফতারের দাবিতে সরব হন। তিনি বলেন, “আমরা অভিযুক্তের গ্রেফতারের দাবিতে শিলিগুড়ি থানায় স্মারকলিপি দিয়েছি। আমরা বড়মাপের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।” পুলিশ সূত্রের খবর, গত ৩১ অগস্ট শহরের ২৯ নম্বর ওয়ার্ডে এক বধূর আত্মহত্যা করেন। মৃতার লেখা ১৩ পাতার ‘সুইসাইড নোট’-এ সোমেশ ঘোষের নাম রয়েছে। পুলিশ জানিয়েছে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি করার চেষ্টা ও নানাভাবে হেনস্থা করার কথা সুইসাউড নোট-এ লেখা রয়েছে। উল্লেখ রয়েছে আত্মহত্যায় প্ররোচনার কথা। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সুইসাইড নোটে যৌন হেনস্থার উল্লেখ থাকলেও শুধু আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।
|
প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ধরল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির এনটিএস মোড় এলাকায়। অভিযুক্ত অসমের বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা। গত দেড় মাস ধরে শিলিগুড়িতে এনটিএস মোড়ে লজ ভাড়া নিয়ে থাকত সে। ভুয়ো কোম্পানি খুলে শিলিগুড়ি ও সংলগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বহুজাতিক সংস্থার কাছ থেকে পণ্য কিনে ভুয়ো অ্যাকাউন্টের চেকে টাকা দিত। খোলাবাজারে কম দামে সে সব বিক্রি করা হত বলে জানা গিয়েছে।
|
দুদিন পর উদ্ধার হল ফুলবাড়ি ক্যানেলে ডুবে যাওয়া কিশোরের দেহ। মঙ্গলবার। |