বাঁকুড়ায় সুদীপ্তর পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
জালিয়াতির অভিযোগে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল বাঁকুড়া আদালত। মঙ্গলবার বাঁকুড়া আদালতে তাঁকে তোলার সময় কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। সারদা কাণ্ড নিয়ে হইচই শুরু হওয়ার পর বাঁকুড়ার এক আমানতকারী সারদা গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সুদীপ্তকে বাঁকুড়া আদালতে হাজির করানো হয়। সরকারপক্ষের আইনজীবী শান্তনু মণ্ডল জানান, সুদীপ্তর তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আপাতত তাঁকে বাঁকুড়া থানায় রাখা হবে। অভিযুক্ত পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেন বিচারপতি। জালিয়াতির অভিযোগে সারদা গোষ্ঠীর দেবযানী মুখোপাধ্যায়কেও শীঘ্রই বাঁকুড়া আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দাবি সারদার লগ্নিকারীদের টাকা ফেরত দিতে হবে।”
|
ক্ষুব্ধ বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ তুললেন বান্দোয়ানের সিপিএম বিধায়ক। বিধায়ক সুশান্ত বেসরার অভিযোগ, মঙ্গলবার বিকেলে তিনি পুরুলিয়ায় ট্রেন ধরতে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন পুরুলিয়া থেকে বাঁকুড়ার খাতড়ায় যাওয়ার কথা থাকায় রাস্তায় পুলিশ পাহারা ছিল। পুলিশকর্মীরা সিন্দুরপুরে বিধায়ককে সে জন্য মিনিট কুড়ি আটকে রেখে হেনস্থা করেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার পরে তাঁকে ছাড়া হয়।
|
রবিবার রঘুনাথপুর মহকুমার তিনটি স্কুলে ও পুরুলিয়া ১ ব্লকের একটি স্কুলে নির্বাচনে জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। নিতুড়িয়ার শালতোড় কোলিয়ারি হাইস্কুল ও পুরুলিয়া ১ ব্লকের ডুরকু হাইস্কুলে জিতেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আগে স্কুল দু’টির পরিচালন সমিতি ছিল বামফ্রন্টের দখলে। |