ফের গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়লেন সোনামুখীর তৃণমূল কর্মীরা। মঙ্গলবার ওই সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। ঘটনাচক্রে এ দিনই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় এসেছেন।
সোনামুখীর বিধায়ক দীপালি সাহা ও দলের যুব সংগঠনের জেলা সভাপতি সুরজিৎ মুখোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গোলমাল চলছে। বার বার শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেও যে ওই সমস্যা মেটাতে পারেননি, এ দিন তা ফের প্রমাণিত হল। এ দিন সকালে গোলমাল ছড়ায় সোনামুখী থানার ধানসিমলা গ্রামে। দিপালীদেবীর অনুগামী জয়দেব রায় নামের এক তৃণমূল কর্মী মোটরবাইকে সোনামুখীর দিকে যাচ্ছিলেন। অভিযোগ, ধানসিমলায় তাঁর উপর চড়াও হন তৃণমূলেরই অন্য গোষ্ঠীর লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতিও চলে। খবর পেয়ে পুলিশ গেলে, তাদের গাড়ি লক্ষ করে ইট-পাটকেলও ছোড়া হয়। ভেঙে যায় পুলিশের গাড়ির কাচ। দিপালীদেবীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা ব্রজ অধিকারীর দাবি, “সুরজিতের গোষ্ঠীর লোকেরাই জয়দেবকে ব্যাপক মারধর করেছে। তাঁকে উদ্ধার করতে যাওয়া পুলিশের উপরেও ওরা হামলা চালায়।” জখম তৃণমূলকর্মীকে পরে সোনামুখী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। যদিও সুরজিৎবাবু অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আমার পরিচিতরা কাউকে মারধর করেনি। ওসব হয়ে থাকলে সিপিএমের লোকেরা যুক্ত থাকতে পারে।” দীপালিদেবী জানান, এ দিন তিনি মুখ্যমন্ত্রীর সভা নিয়ে ব্যস্ত। ঘটনাটি নিয়ে তিনি বিশদে খোঁজ নেবেন। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ থামাতে গিয়ে তাদের গাড়ির কাচ ভেঙেছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। |