টুকরো খবর |
টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত শান্তিপুর কলেজ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ক্লাস চলাকালীন বোমা পড়ল কলেজে। মঙ্গলবার শান্তিপুর কলেজের ওই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। বোমার ঘায়ে জখম তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি হাসিবুল শেখ শান্তিপুর হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে টিএমসিপির গোষ্ঠী কোন্দল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে কলেজ চত্বরে পর পর তিনটি বোমা ফাটে। বোমার আওয়াজে আতঙ্কিত ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে ছুটোছুটি করতে থাকেন। অভিযোগ, শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ বিশ্বাস সদলবলে হাসিবুল ও তাঁর সঙ্গীদের উপর চড়াও হয়। হাসিবুল শেখের বক্তব্য, ‘‘ছাত্র ভর্তি সংক্রান্ত দুর্নীতিতে বাধা দেওয়ায় মনোজ তাঁর দলবল নিয়ে কলেজে হামলা চালিয়েছে। তাঁর দোসর ছিল কলেজের ছাত্র সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক ছাত্র পরিষদের প্রলয় রায়।” মনোজ বিশ্বাসের পাল্টা দাবি, “প্রলয় আমাদের সংগঠনে যোগ দিতে চাইছেন। হাসিবুলের তাতে আপত্তি আছে। তাই এ দিন কলেজে সার্টিফিকেট আনতে গেলে তাকে মারধর করা হয়।” প্রলয়েরও একই দাবি। তৃণমূল জেলা পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “শান্তিপুর কলেজের টিএমসিপির একাংশ চায় না প্রলয় রায় সংগঠনে আসুক। তবে সেই কারণে এ কাণ্ড বলে আমার মনে হয় না।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক চয়ন ভট্টাচার্য বলেন, “ যারা এই তাণ্ডবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
টাকার লোভে বাবাকে খুন, এক মাস পর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
হাজার পঁচিশেক টাকার জন্য বাবাকে কুপিয়ে খুন করে বাড়ির উঠোনে মাস খানেক ধরে দেহ পুঁতে রেখেছিল ছেলে। মাস খানেক আগের ওই ঘটনার কথা মঙ্গলবার পুলিশি জেরায় স্বীকার করে ছেলে গৌতম কোনাই। মঙ্গলবার দুপুরে লালবাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট সায়ন দাশগুপ্তের উপস্থিতিতে বৃদ্ধের পচাগলা দেহ মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। মৃতের নাম প্রেমচাঁদ কোনাই (৬০)। বাড়ি নবগ্রামের রাইণ্ডা গ্রামে। গত ২০ অগস্ট থেকে প্রেমচাঁদবাবু নিখোঁজ ছিলেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার বলেন, “প্রেমচাঁদের কাছে সব সময় লাইটার ও ঘরের চাবি থাকত। প্রেমচাঁদের মেয়ে ও জামাই ওগুলি গৌতমের কাছে দেখতে পেলে সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় সে বলে, ‘কোদাল দিয়ে খুন করে দেহ নদীতে ফেলে দিয়েছি।’ পরে মৃতদেহ উঠোনে পুঁতে রাখার কথা জানায় সে। ঘটনার সময় বাড়িতে কেউ বাবা-ছেলে বাদে আর কেউ ছিলেন না বলে জানা গেছে।” প্রেমচাঁদের দুই ছেলের মধ্যে ছোট ছেলে সপ্তম বাইরে রাজমিস্ত্রির কাজ করেন। বাবার জন্য নিয়মিত টাকাও পাঠান। সম্প্রতি ২৫ হাজার টাকা পাঠিয়েছিলেন। সপ্তমের কাকা নান্টু বলেন, “ওই টাকা তাকে দেওয়ার জন্য গৌতম তার বাবার সঙ্গে কয়েক দিন ধরে জেদাজেদি করছিল। কিন্তু দাদা টাকা দিতে রাজি ছিল না। টাকার জন্যই গৌতম দাদাকে খুন করেছে বলে মঙ্গলবার আমাদের কাছে স্বীকার করলে তাকে পুলিশের হাতে তুলে দিই।”
|
জাল নোট উদ্ধার, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
প্রায় ১২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (বহরমপুর ডিভিশন)। সোমবার রাতে সাগরদিঘি থানার মোরগ্রাম সেতুর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ওই টাকা লেনদেনের সময়ে হাতেনাতে ধরা পড়ে তিন জন। তার মধ্যে রাঘবেন্দ্রকুমার ঝাঁ ও টিপু সুলতানের বাড়ি বিহারের চম্পারণ এবং মালদহ জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা কাইফুল শেখ।
ধৃতদের মঙ্গলবার মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক অলি বিশ্বাস ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (বহরমপুর ডিভিশন) সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট প্রদীপ ভদ্রের নেতৃত্বে চার জন অফিসার ওই তিন জন জাল নোট কারবারিকে গ্রেফতার করেন। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ১২ লক্ষ টাকার জাল নোট ছাড়া ভারতীয় ২ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার হয়। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোবাইল ফোনও।
|
শরণং
|
হাওড়ার একটি মণ্ডপের জন্য কৃষ্ণনগরের ঘূর্ণিতে
চলছে প্রতিমা তৈরি। সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি। |
|
দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
যাত্রী বোঝাই গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। সোমবার রাতে ধুবুলিয়ার বাহাদুরপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন নরেন্দ্রনাথ বারুই (৫৮) এভং কৃষ্ণপদ বারুই (৩৮)। তাঁরা তেহট্টের কুষ্ঠিয়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অসুস্থ নরেন্দ্রনাথবাবুকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন আত্মীয়রা। উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন গাড়ির সকলেই। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান দু’জন। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক।
|
দেওয়াল চাপা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম দীপু বাঘিরা (১৩)। গুরুতর জখম হয়েছে গোলাপী খাতুন নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীও। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মির্জাপুরের ওই দুই ছাত্র-ছাত্রী পাশেই এক গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল। আচমকা একটা দেওয়াল ভেঙে পড়লে দু’জনেই তার তলায় চাপা পড়ে যায়। দীপুকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃতু্য হয় তার।
|
জাল নোট উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
আড়াই লক্ষ জাল টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। ধৃতের নাম কালু সেখ। বাড়ি মালদহের কালিয়াচকের বাবুপাড়ায়। সোমবার সন্ধ্যায় ওই জাল নোট নিয়ে কালু ধুলিয়ান বাজারে আসে। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে ধরা পড়ে। জেরায় পুলিশ জানতে পেরেছে, কালু সেখ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
|
অধ্যক্ষ অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
নবদ্বীপ কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন প্রাণীবিদ্যার শিক্ষক মনজিত্ রায়। তাঁর অভিযোগ উড়িয়ে দিয়ে অধ্যক্ষ বলেন, “কলেজে কর্মী সংখ্যা কম। তাই পরিবেশবিদ্যার পরীক্ষাগারের এক কর্মীকে বাড়তি কিছু কাজ করতে বলেছিলাম। ওই শিক্ষক এ ব্যাপারে আমার কাছে কৈফিয়ত তলব করেন। উনি মিথ্যা অভিযোগ করেছেন।”
|
|
এসেছে শরত্। নলহাটির ব্রাহ্মণী নদীতে অনির্বাণ সেনের তোলা ছবি। |
|
|