মফস্সলের কবি ও লেখকদের গ্রন্থ ছাপার অক্ষরে প্রকাশ তারিখের অনেক পরে প্রকাশিত হওয়ায়টাই দস্তুর। অভিজিত্ রায়ের কাব্যগ্রন্থ ‘নির্বাচিত কবিতা’ ওই প্রথা ভাঙল। ছাপার অক্ষরে ‘প্রথম প্রকাশ মহালয়া, ১৪২০’ লেখা থাকলেও তার বেশ আগেই গ্রন্থটি পাঠকের বগলদাবা হয়ে গিয়েছে। ওই গ্রন্থে রয়েছে ৮৭টি কবিতা। তার মধ্যে সঞ্চিত হয়ে আছে ‘মুছতে যখন হাতটা বাড়ায় আমি/ দেখি / হাতের মুঠোয় কখন যেন/ চলে এসেছো তুমি।’র মতোই
অনেক মণিমুক্তো।
|
আগামী শনিবার বহরমপুর ঋত্বিক সদনে অনুষ্ঠিত হতে চলেছে বহরমপুর ফিল্ম সোসাইটি আয়োজিত সপ্তমবর্ষের ‘গৌতমবিকাশ চক্রবর্তী স্মারক বক্তৃতা ও চলচিত্র প্রদর্শনী’। বক্তৃতার বিষয় ‘সমকালীন চলচিত্রে স্বতন্ত্র কণ্ঠ’। বক্তব্য রাখবেন চলচিত্র পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যয় ও ফিল্ম ফেডারেশন সোসাইটির ভারতীয় শাখার সহ-সভাপতি প্রেমেন্দ্র মজুমদার। আয়োজক সংস্থার পক্ষে অরূপ সেন বলেন, “ওই দিন দেখানো হবে অ্যাং লি পরিচালিত লাইভ অব পাই।”
|
কাস্তে কবি দিনেশ দাসের জন্মশতবর্ষ উদযাপিত হল ধুবুলিয়ায়। গত ১৬ সেপ্টেম্বর, সোমবার বিকেলে স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি হয়। গান-আবৃত্তি-আলোচনায় কবিকে স্মরণ করা হয়। কবির সাহিত্য সৃষ্টি সম্পর্কে আলোচনা করেন শিক্ষক শ্যামাপ্রসাদ ঘোষ, পীতম ভট্টাচার্য ও সঞ্জীব প্রামাণিক। আবৃত্তি করেন মেধা নাগ, উপমন্যু চট্টোপাধ্যায় ও রায়া বিশ্বাস। সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী ঘোষ, স্বদেশ ঘোষ এবং ঐক্যতানের শিল্পীরা।
|
মহালয়ার আগেই মুশির্দাবাদ জেলায় শুরু হয়েছে স্বল্প পুঁজির পত্রপত্রিকা ও পুস্তকের শারদসম্ভার। দুই মলাটের মধ্যে প্রকাশিত হল নীলিমা সাহা সম্পাদিত ‘নিনি’ ও কৌশিক গুড়িয়া সম্পাদিত ‘রবিবার’-এর যৌথ উত্সব সংকলন। তাতে রয়েছে অর্ধশত কবির কবিতা, গুচ্ছ কবিতা, কবিতা বিষয়ক গদ্য, অন্য গদ্য, ছোট গল্প ও ধারাবাহিক উপন্যাস। প্রচ্ছদ শিল্পী কবি সমীরণ ঘোষ।
|
সারা বাংলা লোকশিল্পী সংসদের উদ্যোগে গত রবিবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত কবিগান ও বাউল গানের শিল্পীদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বহরমপুরে ‘ব্রিহী’ নাট্যগোষ্ঠীর মহড়া কক্ষের ওই কর্মশালায় অংশগ্রহণ করেন প্রায় ৫০ জন লোকশিল্পী। কর্মশালা পরিচালনা করেন লোকসংস্কৃতি গবেষক দীপক বিশ্বাস, কবিয়াল গোকুল হাজরা ও সুভাষ পাণ্ডে। |