টুকরো খবর |
গোষ্ঠী সংঘর্ষে জখম টিএমসিপি-র চার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরের কোতবাজার এলাকায়। লাঠিসোটা নিয়ে সংঘর্ষে অন্তত ৪ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকলেই চিকিৎসাধীন। টিএমসিপি অবশ্য গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার রাতেই টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। তবে ওই রাতে অনভিপ্রেত কোনও ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়। সংঘর্ষে যাঁরা জখম হন, তাঁদের মধ্যে রয়েছেন কৃষ্ণ দাস, দোলন রাণা প্রমুখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার পর থেকেই শহরের ওই এলাকায় পুলিশি নজরদারি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করা হবে। তবে, গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “যতদূর শুনেছি, ওটা ওয়ার্ডের ব্যাপার। এর সঙ্গে ছাত্র রাজনীতির কোনও সম্পর্ক নেই।” টিএমসিপি-র শহর সভাপতি বুদ্ধ মণ্ডল বলেন, “সিপিএম আশ্রিত একটি ক্লাবের ছেলেরা আচমকাই আমাদের কয়েকজন কর্মীর উপর আক্রমণ করে মারধর করে। এ ভাবেই এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে।”
|
বন্যা দুর্গতদের ত্রাণ বিলি কেশিয়াড়িতে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বন্যাদুর্গতদের ত্রাণ সামগ্রী বিলির অনুষ্ঠান হল কেশিয়াড়ি ব্লকে। সম্প্রতি কোলাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের যে ‘ডিজাস্টার রিলিফ’ দিয়েছিলেন সেগুলিই ব্লকে পৌঁছনোর পর মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়। সুবর্ণরেখা সংলগ্ন বাঘাস্তি ও নছিপুরে বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এ দিন ১৫০ জনকে ১৮টি সরঞ্জামের প্যাকেট দেওয়ার কাজ শুরু হয়। ছিলেন বিডিও অসীমকুমার নিয়োগী, পঞ্চায়েত সমিতির সভাপতি সোমা দণ্ডপাট, সহ-সভাপতি অশোক রাউথ, ত্রাণ কর্মাধ্যক্ষ তপতী মাহাতো প্রমুখ। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অশোক রাউথ বলেন, “প্রথম দিনেই আমরা প্রায় ৮০ ভাগ দুর্গতকে ত্রাণ দিয়েছি। যে সব বয়স্ক মানুষ আসতে পারেননি, তাঁদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে। মোহনপুর ব্লকেও ত্রাণ বিলি চলছে। এখানে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে সাহায্য করা হয়েছে।
|
খড়্গপুরে স্কুলে ছাদের চাঙড় খসে পড়ে জখম ৭ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ছাদের চাঙড় ভেঙে জখম হল ৭ ছাত্রী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুরের সাউথসাইড গার্লস হাইস্কুলে। এ দিন টিফিন শেষ হওয়ার মুখে ছাত্রীরা যখন ক্লাসরুমে এসে বসেছিল, তখন হঠাত্ই ষষ্ঠ শ্রেণির একটি ঘরে আড়াই ফুট জায়াগা জুড়ে ছাদের চাঙড় খসে পড়ে। জখম ৭ ছাত্রীদের খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারওরই আঘাত গুরুতর নয়। |
|
আহত ছাত্রী। খড়্গপুরে রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি। |
স্কুল পরিচালন সমিতির সম্পাদক তপন প্রধান অবশ্য বলেন, “আগে থেকে ছাদের ওই জায়গায় কোনও ফাটল ছিল না। গত বছরই স্কুলে রং হয়েছে। কেন এ রকম হল বুঝতে পারছি না।” প্রায় ৬০ বছর ধরে খড়্গপুরের সাউথ সাইডে রেলের জমিতে লিজে চলছে এই স্কুলটি। চাঙড় খসে পড়ার কারণ খতিয়ে দেখতে রেলের আইডব্লিউডি-র ইঞ্জিনিয়াররা এ দিন ঘটনাস্থলে আসেন। ঘটনার পর স্কুলে আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা স্কুলভবন সংস্কারের দাবি তোলেন। স্কুলের প্রধান শিক্ষিকা গৌরীরানি মাইতি বলেন, “রেলের জায়গা হওয়ায় আমাদের নানা সমস্যা। তবে আজ, বুধবার যথারীতি স্কুল হবে।”
|
সমস্যা পরিদর্শনে বিডিও
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বেশ কয়েকটি রাস্তা সংস্কারের অভাবে ধুঁকছে। কয়েকটি সেচবাঁধের অবস্থাও খারাপ। রয়েছে আরও কিছু সমস্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন বিডিও। মঙ্গলবার সকালে পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন সেন মণ্ডল, জেলা পরিষদ সদস্য বিবেক মুখোপাধ্যায়কে নিয়ে সত্যপুর, ভবানীপুর, মলিঘাটী, গোলগ্রাম প্রভৃতি এলাকা পরিদর্শন করেন ডেবরার বিডিও জয়ন্ত দাস। বিডিওর কথায়, “ওই সব এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে। সেগুলি সমাধানে যথাসাধ্য চেষ্টা করব।” জেলা পরিষদ সদস্য বিবেকবাবু বলেন, “বিডিও এলাকা পরিদর্শনে আসায় গ্রামবাসীরা খুশি। এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, আমিও তা করার চেষ্টা করব।”
|
সিপিএম অফিসে লুঠপাটের নালিশ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সিপিএম কার্যালয়ের অ্যাসবেস্টসের চাল খুলে লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার নারায়ণগড়ের গ্রামের ঘটনা। পাট্টা পাওয়া জমিতে সিপিএমের ওই পার্টি অফিস। ঘটনার পর সিপিএমের তরফে থানায় মৌখিক অভিযোগ জানালে পুলিশ আসে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এলাকার হরেকৃষ্ণ রাণার অভিযোগ, “তৃণমূলের ছেলেরাই দিনে দুপুরে এই কাজ করেছে।” তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সূর্য অট্ট অবশ্য বলেন, “দীর্ঘদিন ধরেই অন্যের জমি দখল করে পার্টি অফিস চলছিল। এলাকার লোক বন্ধ পার্টি অফিসে কী করছিল বলতে পারব না। এর সঙ্গে আমাদের দলের যোগ নেই।”
|
স্কুল ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
আন্তঃস্কুল ফুটবল লিগের খেলা চলছে মেদিনীপুরের পালবাড়ি মাঠে। মঙ্গলবার। ছবি: রামপ্রসাদ সাউ। |
আন্তঃবিদ্যালয় লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল শহরে। উদ্যোক্তা মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি। পালবাড়ি মাঠে খেলা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার উদ্বোধনে গত বারের চ্যাম্পিয়ন এবং রানার্সকে পুরস্কৃত করা হয়। ছিলেন অ্যাকাডেমির চেয়ারম্যান দীপক সরকার, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শক্তিপ্রসাদ মিত্র। এ বারের ৮টি স্কুল খেলেছে। উদ্বোধনী খেলায় রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন ১-০ গোলে হারায় রাঙ্গামাটি কিরণময়ী হাইস্কুলকে।
|
হামলা, ধৃত যুবক |
আগ্নেয়াস্ত্র নিয়ে বস্তিবাসীর উপর হামলা ও মারধরের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। সোমবার রাতে খড়্গপুরের নিমপুরা হাইরোডের মোড় থেকে বিকাশ সিংহ নামে ওই যুবককে ধরে খড়্গপুর টাউন থানার পুলিশ। মঙ্গলবার তাকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। রেলকলোনির ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে নিয়মিত যাতায়াত ছিল বিকাশের। গত রবিবার রাতে নিমপুরা হরিজন বস্তির বাসিন্দা রাজীব দাসকে মারধরের অভিযোগ ওঠে বিকাশ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। বস্তিবাসীরা তৃণমূল অফিসে ভাঙচুরও চালান। পরে থানায় বিকাশ সিংহ, রাজু দাস-সহ ৭ জনের নামে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ দায়ের হয়। দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলও। |
|