জল বিভাজিকা নিয়ে কর্মশালা
ল বিভাজিকা নিয়ে কমর্শালা শুরু করল প্রশাসন। মঙ্গলবার থেকে এই কর্মশালা হচ্ছে শালবনি কমিউনিটি হলে। তিন দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ।
ব্লকের বিষ্ণুপুর-লালগেড়িয়া মিলি ওয়াটার শেড প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে আগেই। এ বার দ্রুত গতিতে তা রূপায়ণের পালা। কিন্তু কী ভাবে সেই উন্নয়ন ঘটানো হবে, গ্রামে মানুষের চাহিদা কী, সে মানুষকে বোঝাতেই এই কর্মশালার আয়োজন বলে কৃষি ও ভূমি সংরক্ষণ দফতরের-সহ কৃষি অধিকর্তা দিব্যেন্দু সামন্ত জানিয়েছেন। তাঁর কথায়, “এই প্রকল্প রূপায়িত হবে গ্রামের মানুষের চাহিদা ও পরিকল্পনা অনুযায়ী। এই পরিকল্পনা গ্রহণ করবেন সংশ্লিষ্ট জলবিভাজিকা এলাকার স্ব-সহায়ক দলের সদস্যরাই। ইতিমধ্যেই ওই এলাকায় ৪৫টি স্ব-সহায়ক দল তৈরিও হয়ে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষ কী ভাবে পরিকল্পনা গ্রহণ করবেন, তা বোঝাতেই কর্মশালা।” রোজ ১৫টি করে তিন দিনে ৪৫টি স্ব-সহায়ক দলকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিষ্ণুপুর-লালগেড়িয়া জল বিভাজিকা এলাকায় ৪টি গ্রাম পঞ্চায়েতের ৫৭টি গ্রাম রয়েছে। এর মধ্যে চারটি ক্ষুদ্র জলবিভাজিকা রয়েছে। কৃষকের প্রয়োজনে সেচের ব্যবস্থা, জমি সমতলীকরণ, মৎস্য চাষ, পশুপালন থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প, এর দ্বারা সবেরই উন্নয়ন হবে। এই প্রকল্পের জন্য প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে এই জলবিভাজিকার কাজ শেষ হয়ে যাবে বলে দিব্যেন্দুবাবু জানান। ‘ইন্টিগ্রেটেড ওয়াটার শেড প্রকল্পে’র কাজ জেলা জুড়েই ঢিমেতালে চলছে।
২০১১-১২ আর্থিক বছরে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য ১৬টি প্রকল্প মঞ্জুর হয়েছিল। এক একটি জন্য ৬ থেকে ৭ কোটি টাকা মঞ্জুর হয়। কিন্তু প্রকল্প রূপায়নে ততটা পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ দেখা দেয়। যদিও প্রশাসনিক কর্তাদের দাবি, রাজ্যে সরকার পরিবর্তন, তারপর পঞ্চায়েত নির্বাচন - এসব নানা কারনে প্রকল্পের তেমন অগ্রগতি ঘটেনি। এবার দ্রুত গতিতেই কাজ এগিয়ে চলবে বলে প্রশাসনিক কর্তারা আশ্বাস দিয়েছেন। কর্মশালায় কৃষি ও ভূমি সংরক্ষণ বিভাগের উপ-অধিকর্তা শ্যামাপ্রসাদ ঘোষ, সহ-অধিকর্তা সুকুমার কিস্কু উপস্থিত ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.