পুজো আসছে |
|
নাম: |
কুশপাতা পঞ্চপল্লি সর্বজনীন দুর্গোৎসব |
উদ্যোক্তা: |
পঞ্চপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি |
নিবাস: |
ঘাটাল-পাঁশকুড়া সড়কের ধারে শহরের ১৬ নম্বর ওয়ার্ডে রাধারানি প্রাথমিক
স্কুলের
কাছে প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানের ভিতরে। |
বয়স: |
উনিশে পা দিল |
বিশেষত্ব: |
উত্তর ভারতের একটি মন্দিরের আদলে মণ্ডপ। বাঁশের বিভিন্ন আকারের
ঝুড়ি ও পুতুল দিয়ে তৈরি হবে মণ্ডপ। ভিতরেও থাকবে বাঁশের কারুকার্য। |
নজর কাড়বে: |
রাজস্থানী ঘরানার প্রতিমা। সঙ্গে অভিনব আলোকসজ্জা মন কাড়বে সকলের। |
|
নাম: |
কোতয়ালি বাজার সর্বজনীন দুর্গোৎসব |
উদ্যোক্তা: |
ব্যবসায়ী ও নাগরিকবৃন্দ |
নিবাস: |
স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে অটোতে গোলকুয়াঁচক
বা বটতলাচকে নেমে পাঁচ মিনিটের হাঁটা পথ। |
বয়স: |
ঊনচল্লিশ বছরে পা দিল |
বিশেষত্ব: |
পুজোর থিম ‘দুঃখে যাকে জানা যায়, তিনিই মা দুর্গা’। দেবী দুর্গার মতোই
মণ্ডপও হবে দশভুজা।
চট ও থার্মোকল দিয়ে তৈরি তৈরি করা হবে
দশ হাত বিশিষ্ট মণ্ডপ। থাকবে বিভিন্ন মডেল। |
নজর কাড়বে: |
দেবী দুর্গা এখানে আদিবাসী ঘরণী। তার হাতে
কোনও অস্ত্র থাকবে না। কোলে থাকবে গণেশ। |