টুকরো খবর
পঞ্চায়েতে বিক্ষোভ
মিড-ডে-মিলের খাবার ১০০ দিনের কাজের শ্রমিকদের খাওয়ানো হয়েছে, এই অভিযোগে সিপিএম পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করল তৃণমূলের লোকজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়া ব্লকের সরাই-তিন্না পঞ্চায়েতে। দুপুর থেকে সন্ধে পর্যন্ত বিক্ষোভ চলে। শেষে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তিন্না কলোনিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশু শিক্ষাকেন্দ্রে পড়ুয়াদের জন্য মজুত করা খাবার ১০০ দিনের কাজের শ্রমিকদের খাওয়ানোর অভিযোগ ওঠে স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্য জোর করে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে অন্তত ২৫ জনের রান্না করান। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। গ্রামবাসীদের একাংশও তাতে যোগ দেয়। পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ শুরু করে তারা। প্রধান নারায়ণ দেবনাথকে ঘেরাও করে রাখা হয়। নারায়ণবাবু বলেন, “পঞ্চায়েতে অস্থায়ী কর্মীদের ছাটাইয়ের দাবিতে তৃণমূলের লোকেরা স্মারকলিপি দিতে এসেছিল। তখনই মিড-ডে-মিল নিয়ে ওই অভিযোগ তুলে আমাকে ঘেরাও করে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

তপন-খুনে অভিযোগপত্র লোপাটের দাবি করলেন স্ত্রী
বালির তৃণমূল নেতা তপন দত্তের খুনে সিআইডি-কে জমা দেওয়া অভিযোগপত্রটি সরিয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার হাওড়া আদালতে এমনই অভিযোগ করলেন তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত। যদিও এডিজি (সিআইডি) শিবাজী ঘোষ বলেন, “এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।” প্রতিমাদেবীর দাবি, এ দিন হাওড়ার ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে সাক্ষী দিতে গিয়ে ২০১১ সালের ১২ই মে সিআইডি-কে দেওয়া অভিযোগপত্রের কথা বিচারককে জানান তিনি। তাঁকে বলা হয়, সিআইডি-র দেওয়া কাগজপত্রে এমন কোনও অভিযোগপত্র নেই। প্রতিমাদেবী বলেন, “আমি বিচারপতিকে অভিযোগপত্রের রিসিভ কপিটি দেখাই। তিনি বলেন, বিষয়টি আদালতে আনতে চাইলে আমি যেন সরকারি আইনজীবীর মাধ্যমে আবেদন করি।” প্রতিমাদেবীর দাবি, ওই অভিযোগপত্রে মন্ত্রী অরূপ রায়-সহ কয়েক জন কী ভাবে খুনে জড়িত, তা তিনি উল্লেখ করেছিলেন। বিষয়টি ধামাচাপা দিতেই সেটি সরানো হয়েছে। তিনি বলেন, “মন্ত্রীকে আড়াল করতেই এ কাজ করা হয়েছে।” প্রতিমাদেবী আরও বলেন, “সিআইডি-র প্রথম চার্জশিটে অরূপবাবুর নাম থাকলেও পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সেই নাম তুলে দেওয়া হয়।” তবে সে সময়ে সিআইডি কর্তারা জানান, এক জন সাক্ষী অরূপবাবুর নাম উল্লেখ করেছিলেন বলেই প্রথমে চার্জশিটে নামটি ছিল। তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।

পুরনো খবর:
ভোটে জয়ী তৃণমূল
সম্প্রতি ডোমজুড়ের মহিয়াড়ি গ্রাম্যহিতকারী বালিকা বিদ্যালয় নির্বাচনে ৬টি আসনেই জিতেছে তৃণমূল।

আন্দুলের কলেজে ঘেরাও
উন্নয়ন খাতে আসা টাকা ফেরত চলে গিয়েছে, এই অভিযোগে মঙ্গলবার আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজের অধ্যক্ষ-সহ কয়েক জন শিক্ষক এবং কর্মীকে প্রায় সাড়ে চার ঘণ্টা ঘেরাও করে রাখল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। জেলা তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে রাত আটটা নাগাদ ঘেরাও ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দু’বছর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক কোটি টাকা কলেজকে দিয়েছিল। কিন্তু কোনও উন্নয়নের কাজ না হওয়ায় সেই টাকা ফেরত চলে যায়। এ নিয়ে এ দিন অধ্যক্ষ সারদা মণ্ডলকে স্মারকলিপি দিতে যায় ওই ছাত্র সংগঠন। তার পরেই ঘেরাও শুরু হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
মঙ্গলবার সকালে আরামবাগ মহকুমায় দু’টি বিচ্ছিন্ন ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, গোঘাটের শ্যাওড়া গ্রামে টিভি চালাতে গিয়ে ছেঁড়া বিদ্যুতের তারে স্পর্শ লেগে মারা যান ভোলা রায় (২৪)। গৌরহাটি গ্রামে টেবিল ফ্যান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হারাধন সাঁতরা (৫১) নামে এক প্রৌঢ়। স্যুইচ বোর্ডে হাত দিয়েছিলেন তিনি। স্থানীয় মানুষ তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহ দু’টি পরে ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.