টুকরো খবর
অর্ডিন্যান্সে বাঁচল পদ, স্বস্তিতে নেতারা
কয়েক দিন বাদে লালু প্রসাদের বিরুদ্ধে পশু খাদ্য মামলার রায় ঘোষণার কথা আদালতের। তার আগেই দোষী সাব্যস্ত সাংসদ, বিধায়কদের আইনসভার সদস্যপদ খারিজ হওয়ার সম্ভাবনা ঠেকাতে তড়িঘড়ি আজ অর্ডিন্যান্সে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জুলাইয়ে সর্বোচ্চ আদালত এক রায়ে জানিয়েছিল, কোনও সাংসদ বা বিধায়ক ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে আইনসভায় তাঁর সদস্যপদ খারিজ হয়ে যাবে। জেল থেকে কেউ ভোটে লড়তে পারবেন না। এই রায়ের বিরোধিতা করে সব দলই । রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই ওই রায় ঠেকাতে অর্ডিন্যান্সে অনুমোদন দিল সরকার। শীঘ্রই লালুর মামলার রায় হবে। দোষী সাব্যস্ত হলে তাঁকে সাংসদ পদ ছাড়তে হবে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটও আসন্ন। জেলে থাকলে কেউ সেই ভোটে লড়তে পারবেন না। তাই তড়িঘড়ি অর্ডিন্যান্সে অনুমোদন দিল কেন্দ্র। জেলে আটকে থাকা নেতাদের ভোটে লড়ার সুযোগ করে দিতে আলাদা বিলও এনেছিল কেন্দ্র। সরকারের নয়া অর্ডিন্যান্সের ফলে এখন পুরনো নিয়মই চালু থাকবে। দোষী সাব্যস্ত হওয়ার তিন মাসের মধ্যে কোনও সাংসদ বা বিধায়ক উচ্চ আদালতে আবেদন জানালে তাঁর সদস্যপদ থেকে যাবে। আইনসভার সদস্য হিসাবে বেতনও তিনি পাবেন। প্রথমে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করলেও আজ নিজেদের মুখরক্ষা করতে অন্য পথ নিয়েছে বিজেপি। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট আসার আগে কেন অর্ডিন্যান্স নিয়ে তাড়াহুড়ো করা হল, তা নিয়ে ক্ষোভ জানান বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। সমাজসেবী সংগঠনগুলির মতে অবশ্য এই অর্ডিন্যান্স রাজনীতিতে দুর্বৃত্তায়ন বাড়াবে বই কমাবে না।

পুরনো খবর:
পেঁয়াজ নিয়ে ধুন্ধুমার
ওমলেটে কেন পেঁয়াজ নেই, এই নিয়েই রক্তারক্তি এটা-য়। চার বন্ধুর জন্য ওমলেট বানাতে বলেছিল পূজারী। টেবিলে খাবার আসার পর দেখে, পেঁয়াজের ছিটেফোঁটাও নেই তাতে। দোকানদার দীপু বলার চেষ্টা করেছিলেন, পেঁয়াজের যা বাজারদর, তাতে হাত দেওয়ার সামর্থ্য নেই তাঁর। জবাব শুনেই দীপুকে লক্ষ্য করে গুলি চালায় পূজারী। পুলিশের দাবি, সে কুখ্যাত অপরাধী হিসাবেই পরিচিত।

গিনেসে শিশু
১২ মিনিটের মধ্যে ৫১৬টি ইংরেজি শব্দের অসমীয়া অনুবাদ করে বিশ্বরেকর্ড গড়ল বরপেটা জেলার চার বছরের শিশু কাব্যম কাশ্যপ। যে বয়সে শিশুরা এবিসিডি পড়তে শেখে, সেই চার বছর বয়সেই কাব্যম ইংরাজিতে বেশ সড়গড়। ইতিমধ্যে অ্যাসিস্ট ওয়ার্ল্ড রেকর্ড, এশিয়ান বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ নাম তুলে ফেলেছে সে। এ বার পাঠশালার মিলনপুরের বাসিন্দা কাব্যম বজালি হাইস্কুলের মাঠে, গিনেস প্রতিনিধিদের সামনে ১২ মিনিটে ৫১৬টি ইংরাজি শব্দকে অসমীয়া ভাষায় অনুবাদ করে তাক লাগিয়ে দেয়। তাকে ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগেই কেল্লা ফতে।

আত্মঘাতী দম্পতি
অভাবের কারণেই পুত্রকে নিয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন নলবাড়ির দম্পতি। সুইসাইড নোট উদ্ধারের পরে এমনটাই মনে করছে পুলিশ। গত কাল গুয়াহাটির শুক্লেশ্বর থেকে নৌকা ভাড়া করে উমানন্দ যাওয়ার সময় ওই দম্পতি শিশুকে নিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ দেন।

কাশির ওষুধ উদ্ধার
বিহার থেকে আগরতলা যাওয়ার পথে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮ হাজার বোতল নিষিদ্ধ কাশির ওষুধ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ধুবুরি জেলার ছাগলিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় অসম-পশ্চিমবঙ্গ সীমানায় ঘঠনাটি ঘটেছে। তল্লাশি শুরু হতেই অবশ্য ট্রাকের চালক ও খালাসি পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ওষুধের মূল্য লক্ষাধিক টাকা বলে তদন্তকারী অফিসারেরা জানান।

১০ বছর কারাবাস
পরিচারিকাকে ধর্ষণ করায় এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারা। মঙ্গলবার দুপুরে ধুবুরি জেলার বিলাসিপাড়া মহকুমা আদালতে। সাজাপ্রাপ্ত যুবকের নাম মইনুল হক। বাড়ি ধুবুরির চাপর জমদুয়ার গ্রামে। ২০০৪-এ ২৮ অক্টোবর পরিচারিকাকে তিনি ধর্ষণ করেন।

সৌজন্য
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে সোমবার দিলীপ কুমারকে দেখতে এসেছিলেন অমিতাভ বচ্চন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা। এখন অনেকটাই সুস্থ। তাই চাইছেন, দ্রুত তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হোক। দিলীপ কুমারের ঘনিষ্ঠ বন্ধু উদয় তারা নায়ার জানিয়েছেন, সোমবার সন্ধে সাতটা নাগাদ অমিতাভ বচ্চন অসুস্থ অভিনেতাকে দেখতে আসেন। ছিলেন প্রায় আধ ঘণ্টা। দু’জনে ছবিও তোলেন। পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু। সেই ছবি টুইটারে মঙ্গলবার প্রকাশ করেছেন উদয়।

রেকর্ড দামে বিকোল বাড়ি
রেকর্ড ছিল ২১ কোটি। এ বার দাম উঠল দ্বিগুণেরও বেশি। সব মিলিয়ে ৫৭ কোটি। ভারতে বাড়ির হাতবদলের ইতিহাসে এই প্রথম। জানলা খুললেই আরব সাগর। মালাবার হিলে সাড়ে তিন হাজারেরও বেশি বর্গফুট নিয়ে তৈরি এই ডুপ্লেতে আছে চারটে শোয়ার ঘর, গ্যারাজ, খোলা ছাদ। তবে এমন জায়গায় বাড়ি কিনতে গুনতে হয়েছে বর্গফুট প্রতি ১.৩৫ লক্ষ টাকা। গত মাসেই আকাশছোঁয়া দরে এই ডুপ্লেটি কিনেছেন মুম্বইয়ের এক নামজাদা ব্যবসায়ী পরিবার।

হাইলাকান্দিতে দুষ্কৃতীদের গুলিতে হত ব্যবসায়ী
দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল হাইলাকান্দির এক ব্যবসায়ীর। সোমবার রাতে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলতাফ হোসেন বড়ভুইয়া। কয়েকজন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকায়। বচসা শুরু হয় দু’পক্ষের। আচমকা তাঁকে গুলি করে পালায় আততায়ীরা। ঘটনাস্থলেই আলতাফের মৃত্যু হয়। রামনাথপুর থানার চরাইবাঁকের বাসিন্দা ওই ব্যবসায়ীর স্ত্রী সুরুতুন নেসা জানিয়েছেন, কয়েকদিন ধরে ‘জাকির বাহিনী’ নামে পরিচিত একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছিল। আলতাফকে খুনের ঘটনার তারাই জড়িত বলে অভিযোগ।

ব্রডগেজের দাবিতে বনধ বরাকে
বনধের জেরে সুনসান করিমগঞ্জ স্টেশন। ছবি: উত্তম মুহরী।
ব্রডগেজ লাইনের দাবিতে বন্ধ হল বরাক উপত্যকায়। মঙ্গলবার ‘শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতি’র বন্ধের জেরে জনজীবন বিপর্যস্ত হয়। সকাল থেকেই বিভিন্ন জায়গায় রেল লাইনে অবরোধ করা হয়। তবে বিমান চলাচল স্বাভাবিক ছিল। সকালে বিমানবন্দরগামী একটি গাড়িকে আটকানো হয়। ঘটনায় জড়িত অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়। বিজেপি, এআইইউডিএফ-সহ বিভিন্ন রাজনৈতিক দলও এই বন্ধকে সমর্থন জানিয়েছিল।

গুয়াহাটিতে অস্ত্র উদ্ধার জঙ্গিদের
আলফা জঙ্গিদের অস্ত্র ধরা পড়ল গুয়াহাটিতে। সোমবার রাতে জোড়াবাটে তল্লাশির সময় শিবসাগরের একটি গাড়িতে তিনটি স্বয়ংক্রিয় রাইফেল, ৯টি ম্যাগাজিন, তিনটি মার্কিন গ্রেনেড মিলেছে। তিনজনকে গ্রেফতারও করা হয়। পুলিশ জানিয়েছে, আলফা নেতা দৃষ্টি রাজখোয়ার নির্দেশে ওই অস্ত্রগুলি পাঠানো হচ্ছিল।

আলফা জঙ্গির মৃত্যু
পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আলফা জঙ্গির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়ার দেউড়িপাড়ায়। পুলিশ জানায়, আলফা সদস্যরা ওই এলাকায় ঘাঁটি গেড়েছে জানতে পেরে পুলিশ সেখানে হানা দেয়। নেতৃত্ব দেন কামরূপ মহানগরের এসএসপি আনন্দপ্রকাশ তিওয়ারি। দুই পক্ষের গুলির লড়াইয়ে এক আলফা জঙ্গি মারা যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.