|
|
|
|
ইন্দ্রজালের হোর্ডিংয়ে বিভ্রান্তি গুয়াহাটিতে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শহরজুড়ে হোর্ডিং পড়েছে তাঁর নামে। পি সি সরকারের ‘ইন্দ্রজাল’ দেখতে প্রবেশপত্র জোগাড়ের চেষ্টা চলছে সর্বত্র। কিন্তু, কোন পি সি সরকারের যাদু দেখবেন, তা নিয়েই বিভ্রান্তি ছড়িয়েছে।
হোর্ডিং-এর ছবি পি সি সরকার জুনিয়রের। কিন্তু, তিনি তো বর্তমানে ওড়িশায় ইন্দ্রজাল দেখাতে ব্যস্ত! বেশ কিছুদিন সেখানেই পি সি সরকার জুনিয়রের শো চলবে বলে ফোনে জানালেন তাঁর কন্যা মানেকা সরকার। যাদুবলে যাই হোক, একইসঙ্গে ওড়িশা ও অসমের মঞ্চে ম্যাজিক দেখানো সম্ভব নয়।
তবে, কেন এ ভাবে পি সি সরকার জুনিয়রের ছবি ব্যবহার করা হচ্ছে?
গুয়াহাটি টাউন ক্লাব ও শুভযাত্রা নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা গুয়াহাটি মেডিক্যাল কলেজের প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে পি সি সরকারের ইন্দ্রজাল দেখাবে। ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর তিনদিন সেই অনুষ্ঠান হওয়ার কথা। হোডিং-এ পি সি সরকার ‘ইয়ং’ বা ‘জুনিয়র’-এর উল্লেখ নেই। নাম রয়েছে, রয়েছে জুনিয়রের ছবি। মানেকা জানান, তাঁদের গুয়াহাটিনিবাসী শুভানুধ্যায়ী শম্ভু মজুমদার ফোনে বিষয়টি জানান। রৌরকেলায় ইন্দ্রজাল দেখাতে ব্যস্ত জুনিয়র সরকার আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন। মানেকা বলেন, “প্রথমবার নয়, এর আগেও বারবার এমন ঘটনা ঘটেছে। ইন্দ্রজাল নামটি আমরাই ব্যবহার
করে থাকি।”
উদ্যোক্তাদের পক্ষে দেবজিৎ শইকিয়া বলেন, “আমরা ইয়ং বা জুনিয়র বিতর্কে জড়াতে চাই না। কোনওভাবে ভুল ছবি হোর্ডিং-এ ছাপা হয়েছে। তার জন্য দুঃখিত। ভুল শুধরে নেওয়া হবে। এর জন্য আদালতে যেতেও আমরা প্রস্তুত।”
আজ বিকেলে গুয়াহাটিতে হাজির হন পি সি সরকার ইয়াং। আদতে তাঁরই ইন্দ্রজাল দেখানোর কথা। তিনিও ঘটনায় বিব্রত। তাঁর কথায়, “আমার ক্ষেত্রে যেমন ভুল ছবি বেরিয়েছে, দাদার শো-তেও আমার ছবি ছাপা হয়েছে। পারিবারিক ব্যাপারে এত রাগারাগির কিছু নেই। উদ্যোক্তারা ইন্টারনেট থেকে ছবি নামাতে গিয়ে মনে হয় ভুল করেছেন। ভুল শুধরে দেওয়া হবে।” |
|
|
|
|
|