প্রয়োজন হলে আর এক প্রস্ত টাকা ঢেলে হলদিয়া পেট্রোকেমিক্যালস-এর বিআইএফআরে যাওয়া আটকাবে রাজ্য। প্রকৃতপক্ষে শেয়ার নিলামের মুখে সরকার সংস্থার মালিকানা কাঠামোয় অদল-বদল চায় না। সংশ্লিষ্ট সূত্রে খবর, তাই বিপুল ঋণের একাংশ শেয়ারে বদলে নেওয়ার রাস্তা তাদের অপছন্দ। মঙ্গলবার সংস্থার সাধারণ বার্ষিক সভায় হাজির ছিলেন চেয়ারম্যান তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও চ্যাটার্জি গোষ্ঠীর কণর্ধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়।
তবে নতুন বিপদের আশঙ্কা করছে না রাজ্য। পার্থবাবু জানান, সংস্থার স্বার্থে শীঘ্রই শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ করা জরুরি। তাঁর দাবি, আগেও বিআইএফআরে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। তখনও সরকার সংস্থাকে বাঁচিয়েছিল। এ বারও তার অন্যথা হবে না। পূর্ণেন্দুবাবুও বলেন তাঁরা নতুন পুঁজি ঢালতে আগ্রহী।
বৈঠকে সংস্থার পর্ষদে ডিরেক্টর নিয়োগ নিয়ে ভোটাভুটি হয়। রাজ্যের পক্ষেই ফল যায়। ভোটাভুটিতে হারেন চ্যাটার্জিরা। কিন্তু এ দিন কিছুটা উদার ভূমিকা নেয় রাজ্য। পূর্ণেন্দুবাবুর ভাই শুভাসিন্ধু চট্টোপাধ্যায়ের ডিরেক্টর পদে নিয়োগের বিষয়টি পাশ হচ্ছিল না। কিন্তু পার্থবাবু নিজে বিষয়টি পাশ করিয়ে দেন। সংশ্লিষ্ট সূত্রের খবর, মালিকানা ছেড়ে চলে যাওয়ার মুখে এ ধরনের ছোটখাটো বিতর্কে থাকতে চায় না সরকার।
|