ছাইয়ের ইট ব্যবহার নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নির্মাণ কাজে ফ্লাই অ্যাশ ব্রিকস বা ছাইয়ের ইট ব্যবহার শীর্ষক আলোচনা হয়ে গেল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। মঙ্গলবারের এই অনুষ্ঠানের উদ্যোক্তা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ফ্লাই অ্যাশ ব্রিকস অ্যান্ড ব্লকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্রশিল্প অধিকর্তার দফতর। অনুষ্ঠানে ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান বিনয় কুমার দত্ত। তিনি বক্তব্যে বিভিন্ন সরকারি প্রকল্পের নির্মাণকাজে ছাইয়ের ইট ব্যবহারের সম্ভাবনার কথা বলেন। ছিলেন রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক মজুমদারও। তিনি জানান, ইতিমধ্যেই কিছু নির্মাণ কাজে ছাইয়ের ইট ব্যবহার করেছেন তাঁরা। ভবিষ্যতে কাজের পরিমাণ বাড়ানোর আশ্বাস দেন তিনি। অন্ডালের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের তরফে উপস্থিত আধিকারিকও একই আশ্বাস দেন। মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, পুরসভার নানা নির্মাণ কাজে ছাইয়ের ইট ব্যবহারের জোর দেওয়া হবে। বক্তারা ইটের গুণমাণ যেন খারাপ না হয় সে ব্যাপারে সতর্ক করে দেন কারখানা মালিকদের। ইট কারখানার মালিকদের সংগঠনের পক্ষে সন্তোষ তাঁতিয়া জানান, তাঁদের সংগঠনের তরফে সব কারখানার উপর নজরদারি রাখা হয়।
|
ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না আজ |
আজ বুধবার ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না। একটি ব্যাঙ্কের সঙ্গে অন্য ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া এবং ব্যবসায়ী সংস্থাকে নতুন ব্যাঙ্ক লাইসেন্স দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করা-সহ বিভিন্ন দাবিতে ওই ধর্মঘটের ডাক দিয়েছিল এআইবিইএ এবং বেফি। দিল্লিতে কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে তাদের বৈঠকের পরেই ওই ধর্মঘট তুলে নেওয়া হয়। এআইবিইএ সভাপতি রাজেন নাগর জানান, এই মুহূর্তে ব্যাঙ্ক মিশিয়ে দেওয়া নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ করছে না বলে শ্রম কমিশনার জানিয়েছেন।
|
পিসি চন্দ্রের নতুন শাখার উদ্বোধন |
পুজোর মুখে চন্দননগরে শোরুম খুলল অলঙ্কার প্রস্তুতকারক সংস্থা পিসি চন্দ্র জুয়েলার্স। মঙ্গলবার বড়বাজারে জিটি রোডের ধারে তাদের নতুন এই শাখার উদ্বোধন করেন ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স তথা অভিনেত্রী সিমরন কৌর মুণ্ডি। সংস্থার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) অনিল জৈন জানান, এটি তাঁদের রাজ্যে কুড়ি এবং দেশের মধ্যে ২৪তম শোরুম। আগামী ৯ অক্টোবর পর্যন্ত ক্রেতাদের জন্য থাকছে ৫%-১৫% পর্যন্ত বিশেষ ছাড়। |