টুকরো খবর
সিরিয়া নিয়ে দ্রুত সম্মতি চান ওবামা
সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমর্পণ সংক্রান্ত প্রস্তাব দ্রুত পাশ করার জন্য রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিকে অনুরোধ জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার মতে, এই পদক্ষেপ যদি না করা হয় তা হলে বুঝতে হবে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক আইন কার্যকর করতে অক্ষম। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জে তাঁর বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের পারমাণবিক অস্ত্র সমস্যা ও আরব-ইজরায়েলি দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করবেন তিনি। ইরানের গণবিধ্বংসী অস্ত্র তৈরি ওয়াশিংটন কোনও মতেই বরদাস্ত করবে না। তবে নয়া ইরান সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানোর চেষ্টা করছে আমেরিকা। ওবামা জানিয়েছেন, এর জন্য তিনি বিদেশসচিব জন কেরিকে অনুরোধ করেছেন ইরানের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে।

পুরনো খবর:
১০০ জনকে বাঁচালেন প্রাক্তন সেনা
প্রাণে বাঁচতে সকলে যখন শপিং মল ছেড়ে পালাতে ব্যস্ত তখনও কর্তব্যে অবিচল ছিলেন তিনি। একটি মাত্র রিভলভারের সাহায্যে প্রাণ বাঁচিয়েছেন শ’খানেক পণবন্দির। সেই মানুষটিই এখন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা পণবন্দিদের ‘সুপার হিরো।’ ছুটিতে নাইরোবিতে এসেছিলেন প্রাক্তন এক ব্রিটিশ সেনা। শনিবার ওয়েস্টগেট শপিং মলে যখন হানা দেয় জঙ্গিরা তখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কোমরের বেল্টে ছিল রিভলভার। সেটাই জঙ্গিদের মুখোমুখি হওয়ার সাহস দেয়। রবিবার কেনীয় সেনার হাতে যে সিসিটিভি ফুটেজেটি আসে তাতেই দেখা যায়, বন্দুক উঁচিয়ে কী ভাবে মহিলাদের বাইরে নিয়ে আসছেন তিনি। ওয়েস্টগেটে যখন জঙ্গিদের তাণ্ডব চলছে, চলছে অবিরাম গুলিবর্ষণ তখন বারো বার শপিং মলে ঢুকে একাধিক পণবন্দিকে নিরাপদে বাইরে বার করে এনেছেন তিনি। নিরাপত্তার স্বার্থে ওই ব্রিটিশ সেনা নাম প্রকাশে অনিচ্ছুক।

প্রেসিডেন্ট পদ নিয়ে ভাবনা শুরু হিলারির
প্রেসিডেন্ট নির্বাচনের তিন বছর বাকি। তবু এর মধ্যেই প্রার্থীর দৌড়ে থাকবেন কি না, ভাবনাচিন্তা শুরু করেছেন হিলারি ক্লিন্টন। ওবামা প্রশাসনের বিদেশসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফেব্রুয়ারিতে। ৭ মাস পর এই প্রথম মুখ খুললেন প্রাক্তন ফার্স্ট লেডি। এক মার্কিন পত্রিকাকে সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেসিডেন্ট পদের জন্য ভাবতে শুরু করেছেন। তবে কোনও তাড়াহুড়ো নেই। হিলারির কথায়, “হালকা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া যায় না।” বিদেশসচিবের দায়িত্ব এত দিন সামলানোয় দেশ এখন কী কী সমস্যার সম্মুখীন তা তাঁর জানা। প্রেসিডেন্ট হলে নিজের মতো করেই সব সমস্যা মেটাতে উদ্যোগী হবেন, জানিয়েছেন প্রত্যয়ী প্রাক্তন ফার্স্ট লেডি।

ওবামার স্ত্রী-ভীতি
ছবি: এপি।
ছ’বছর হল ধূমপান ছেড়েছেন। আর তা করেছেন মূলত স্ত্রী মিশেলের ভয়ে। সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এমনটাই জানালেন। ২০০৮-এর নির্বাচনী প্রচারের সময় তাঁর ধূমপান ছেড়ে দেওয়ার কথা নিয়ে সমালোচনা হয় বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে। রাষ্ট্রপুঞ্জের ওই অধিবেশনে ওবামার ধূমপানের কথা উঠলে তিনি বলেন, “মিশেলের ভয়েই ছ’বছর হল সিগারেট ছেড়েছি আমি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.