টুকরো খবর
মোল্লা ওমরের ডান হাতকে মুক্তি দিল পাকিস্তান
তালিবানের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ডার মোল্লা আব্দুল ঘানি বরাদরকে মুক্তি দিল পাকিস্তান। পাক-মার্কিন যৌথ বাহিনী পাকিস্তান থেকে বরাদরকে গ্রেফতার করেছিল। সেই থেকে পাকিস্তানের হেফাজতেই ছিল তালিবান নেতা মোল্লা ওমরের ডান হাত বরাদর। আদর করে মোল্লা ওমরই আব্দুল ঘানিকে ‘বরাদর’ (ভাই) নাম দিয়েছিলেন। আফগানিস্তান অনেক দিন ধরেই বরাদরকে তাদের হেফাজতে দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ জানিয়ে আসছিল। কারণ আফগানিস্তানের দাবি ছিল, মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে সে দেশে ফের তালিবানের বাড়বাড়ন্ত শুরু হয়ে যাবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে তৃতীয় কোনও দেশের মধ্যস্থতায় তালিবানের সঙ্গে শান্তি চুক্তিতে বসতে আহ্বান জানানো হোক। আর এ জন্যই বরাদর আফগানিস্তানের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এখনও পর্যন্ত তালিবানের কাছে বরাদরের গুরুত্ব অনেকখানি। তাই বরাদর বললে মোল্লা ওমর শান্তি চুক্তিতে বসতে রাজি হলেও হতে পারে বলে মনে করছে আফগানিস্তান। বরাদরের মুক্তির ঘটনাকে স্বাগত জানিয়েছেন আফগান প্রেসিডেন্টের মুখপাত্র আমল ফইজি। তবে বরাদরকে আফগানিস্তানের হাতে তুলে দিতে রাজি নয় পাকিস্তান। বরং পাকিস্তান সেনা সূত্রে খবর, তুরস্ক বা সৌদি আরবে বরাদরকে নিয়ে যাওয়া হবে। সেখানেই শান্তি বৈঠক বসবে। ফইজি জানান, বরাদর আফগানিস্তানে ফিরে আসবে বলে তাঁর আশা।

হিথরোয় রামদেবকে হেনস্থা
যোগগুরু রামদেবকে টানা আট ঘণ্টা আটক করে জেরা করল হিথরো বিমানবন্দরে শুল্ক দফতরের অফিসাররা। এতেও শেষ নয়। শনিবার দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আবার তাঁকে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, ভিসা সংক্রান্ত খবর জানার জন্য দ্বিতীয় বার তাঁকে ডাকা হয়েছে। উত্তর পশ্চিম লন্ডনের ল্যাম্পটন পার্ক কনফারেন্স সেন্টারে স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে শনিবার একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল রামদেবের। পরে সংবাদমাধ্যমকে রামদেব বলেন, “আমি কোনও দিনও কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হইনি। তা হলে আমাকে আট ঘণ্টা আটক রাখার কী কারণ হতে পারে? আমি জানি না। ব্রিটেনের শুল্ক দফতরের কাছে কারণ জানতে চাইলেও তারা কোনও উত্তর দেননি।” রামদেবের সঙ্গে একটি ডায়েরি ছিল। তাতে সংস্কৃতে কিছু মন্ত্র লেখা। তা দেখার পর শুল্ক দফতরের অফিসাররা ডায়েরিটা নিয়ে নেন। এ ছাড়া একটি ছোট ব্যাগও ছিল। পরে ঘটনার কথা জানার পর আসরে নামেন বিজেপি-র সভাপতি রাজনাথ সিংহ। তিনি রামদেবের সঙ্গে ঘটা এই ঘটনার কড়া সমালোচনা করেছেন।

অস্ত্র-তালিকা জমা দিল সিরিয়া
শান্তি স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রাসায়নিক অস্ত্রের একটি তালিকা রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের কাছে জমা দিল আসাদ সরকার। শনিবার হেগ-এ রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংগঠন (ওপিসিডব্লিউ)-এর তরফে এ কথা জানা গিয়েছে। ওপিসিডব্লিউ অবশ্য এ-ও জানিয়েছে, আরও বিস্তারিত তালিকা আশা করেছিল তারা। গত সপ্তাহের বৃহস্পতিবারই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে জানিয়েছিলেন, সমস্ত রাসায়নিক অস্ত্র সমর্পণ করতে অন্তত এক বছর সময় নেবে সিরিয়া। লাগবে ১০০ কোটি ডলারও। সে দিনের শান্তি চুক্তিতেই অস্ত্র-তালিকা জমা দেওয়ার শেষ দিন হিসেবে শনিবারকে ধার্য করা হয়েছিল। সেই সময়সীমার মধ্যেই আসাদ সরকারের তরফে শান্তি চুক্তির সপক্ষে প্রথম পদক্ষেপটি করায় প্রাথমিক ভাবে স্বস্তি মিলেছে। কিন্তু শনিবারই রাশিয়ার তরফে এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, এই অস্ত্র সমর্পণ পদ্ধতিতে যদি আসাদ সরকারের তরফে কোনও রকম অসঙ্গতি থেকে যায়, তবে রাশিয়া সিরিয়ার পাশে আর না-ও থাকতে পারে।

পুরনো খবর:

জার্মানিতে ভোট
জার্মানির ১৮তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার। ফলও জানা যাবে সেই দিনই। তৃতীয় বার জার্মান চ্যান্সেলর পদের জন্য লড়বেন আঙ্গেলা মের্কেল। দেশের নির্বাচন পূর্ববর্তী সমীক্ষা বলছে, মের্কেলের জয় নিশ্চিত। তবে তাঁর গত চার বছরের জোটসঙ্গী ফ্রি ডেমোক্র্যাটস দলটি এ বারেও সঙ্গে থাকবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। সে ক্ষেত্রে মের্কেলকে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা সোশ্যাল ডেমোক্র্যাটস দলের নেতা পিয়ার স্টাইনব্রুয়েকের সঙ্গে জোট বাঁধতে হতে পারে। জার্মানির আগামী চার বছরের ভবিষ্যৎ কী হতে চলেছে তা জানা যাবে রবিবার রাতের মধ্যেই।

শিশুকে ছুড়ে ফেলল যুবক
একটি দু’বছরের শিশুকে রাগের মাথায় ছ’তলা থেকে ছুড়ে ফেলে দিলেন এক যুবক। শুক্রবার চিনের গুয়াঙ্গসি ঝুয়াংয়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, লু নামে এক যুবক বাচ্চাটির মায়ের সঙ্গে কথা বলছিলেন। তখনই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে এই ঘটনাটি ঘটে। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.