সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রশ্নে আন্তর্জাতিক ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করা হোক, চাইছেন মার্কিন কূটনীতিবিদরা। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা বসছে। সেখানে বিশ্ব নেতা এবং কূটনীতিবিদরা সিরিয়া নিয়ে আলোচনা করবেন। মার্কিন বিদেশসচিব জন কেরি বলেছেন, “খুব বেশি সময় নেই। শান্তিপূর্ণ পথে সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।” সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নির্মূলে তারা কী করতে চলেছে, তার প্রাথমিক ঘোষণাপত্র রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রতিষ্ঠানে (ওপিসিডব্লিউ) পাঠিয়েছে সিরিয়া। ওপিসিডব্লিউ জানিয়েছে, ঘোষণাপত্র খতিয়ে দেখা হচ্ছে।
পুরনো খবর: রাসায়নিক অস্ত্র সমর্পণে লাগবে ১ বছর: আসাদ |
ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। বৃহস্পতিবার রাতে শিকাগো পার্কে বন্দুকবাজের আক্রমণে আহত হন এক শিশু-সহ ১৩ জন। কর্নেল স্কোয়ারের সামনের রাস্তায় ধূসর রঙের গাড়ি থেকে গুলি চালায় এক ব্যক্তি। রাস্তায় কিছু ক্ষণ দাপাদাপির পর পার্কের ভিতরে থাকা মানুষদের বেছে নিয়ে গুলি চালাতে শুরু করে সে। বছর বাইশের জুলিয়ান জানিয়েছেন, “বন্দুক দেখে মাথা নামিয়ে নেওয়ায় বেঁচে যাই।” তবে তাঁর আত্মীয়, বছর তিনেকের হাওয়ার্ডের গালে গুলি লেগেছে।
পুরনো খবর: মার্কিন নৌসেনা দফতরে হানা, নিহত ১২ |
অভাবের সংসার। পণের টাকা জোগাড় করতে পারেননি বাবা। তাই বিয়ে দিতে পারেননি পাঁচ মেয়ের মধ্যে তিন জনের। তাই লোধরানের খালে ঝাঁপ দিলেন পাঁচ বোন। তাঁদের মধ্যে এক জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে। |