টুকরো খবর
ফেসবুকে আস্থা হারাচ্ছেন মানুষ: জুকেরবার্গ
ইন্টারনেটে মার্কিন সরকারের নজরদারির ঘটনায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির উপর থেকে আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। জুকেরবার্গের আশঙ্কা, ইন্টারনেটে নজরদারির ঘটনায় মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে সাধারণের যে ক্ষোভ তৈরি হয়েছে এবং তাতে মার্কিন সরকারের যা প্রতিক্রিয়া, তার জেরে বিশ্বের অন্যান্য দেশগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আমেরিকা। সম্প্রতি প্রাক্তন মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন ইন্টারনেটে মার্কিন সরকারের আড়ি পাতার ঘটনা ফাঁস করে দেন। জানা যায়, ফেসবুক, জি-মেলে সাধারণ মানুষের কথোপকথনের উপরে নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন। জুকেরবার্গ অবশ্য তখনই দাবি করেছিলেন, এর সঙ্গে জুকেরবার্গ কোনও ভাবেই জড়িত নন। গোয়েন্দাদের আড়ি পাতার খবর তিনি জানতেন না।

রাসায়নিক অস্ত্র সমর্পণে লাগবে ১ বছর: আসাদ
রাসায়নিক অস্ত্র সমর্পণ করতে অন্তত এক বছর সময় নেবে সিরিয়া। লাগবে ১০০ কোটি ডলারও। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে আসাদ ফের দাবি করেন সিরিয়ায় মোটেই গৃহযুদ্ধ চলছে না। বিদেশি মদতপুষ্ট আল কায়দা জঙ্গিদের কার্যকলাপেই বিধ্বস্ত দেশ।

পুরনো খবর:
সংঘর্ষে নিহত ১৫০ জঙ্গি
জঙ্গি দমন অভিযানে নাইজিরিয়ার সেনার হাতে নিহত হল কম্যান্ডার আব্বা গোরোমা-সহ ১৫০ জন বোকো হারাম জঙ্গি। সংঘর্ষে নিহত হয়েছেন ১৬ জন সেনাও। গত দু’মাস যাবৎ উত্তর-পূর্ব নাইজিরিয়ায় বিশেষ ভাবে সক্রিয় বোকো হারাম।

গ্রিসে বিক্ষোভ
সন্দেহভাজন নব্য নাৎসি সংগঠন গোল্ডেন ডনের হাতে এক বামপন্থীর মৃত্যুর ঘটনায় শহর জুড়ে বিক্ষোভ দেখালেন ফ্যাসিবাদ বিরোধীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনও কোনও জায়গায় কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে।

নিহত পুলিশ
বন্দুকবাজের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক পুলিশকর্মীর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে রাজধানী কায়রো থেকে ন’মাইল দূরে কেরদাসা এলাকায়। বর্তমান সরকারের বিরোধীদের নিয়ন্ত্রিত ওই এলাকা দখলে আনতে অভিযানে গিয়েছিল পুলিশ।

মেক্সিকোয় লুঠ
বন্যা বিধ্বস্ত বিস্তীর্ণ মেক্সিকোয় এ বার শুরু হল অবাধ লুঠতরাজ। সরকারি হিসেব বলেছে বন্যার কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ জনের। এ দিকে বানভাসি মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে দোকানগুলিতে লুঠতরাজ চালাচ্ছে দুষ্কৃতীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.