টুকরো খবর
রাষ্ট্রপুঞ্জের তদন্তকারীরা ফের যাবে সিরিয়ায়
আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী দল ফের রওনা হচ্ছে সিরিয়ার উদ্দেশে। আগামী সপ্তাহের গোড়ার দিকে সিরিয়ায় পৌঁছবেন তাঁরা। বুধবার এ কথা ঘোষণা করেন তদন্তকারী দলের প্রধান একে সেলসট্রম। গত ২১ অগস্ট দামাস্কাসে বিষাক্ত রাসায়নিক গ্যাসের প্রভাবে মৃত্যু হয়েছিল প্রায় দেড় হাজার সিরিয়াবাসীর। ঘটনার পর পরই সিরিয়া পৌঁছন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা। তদন্তের পর যে রিপোর্ট পেশ করা হয় তাতে সন্তুষ্ট হয়নি রাশিয়া।
রোজগারের আশায়

বেইরুটের রাস্তায় জুতো পালিশের সরঞ্জাম নিয়ে
সিরিয়ার শরণার্থী কিশোরেরা। ছবি: এএফপি।
উপ বিদেশমন্ত্রী সার্জে র্যাবকভ জানিয়েছিলেন, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট এক তরফা। তাতে যথেষ্ট তথ্য প্রমাণ নেই। এ দিকে হোয়াইট হাউসের তরফে এ দিন ফের ঘোষণা করা হয় সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব বজায় রাখছে মার্কিন প্রশাসন। কূটনৈতিক স্তরে রাষ্ট্রপুঞ্জে এ নিয়ে জলঘোলা চললেও প্রয়োজনে সিরিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগে পিছু পা হবে না আমেরিকা। ওবামা প্রশাসনের এ হেন সিদ্ধান্তের জবাবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন সিরিয়া প্রশ্নে নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে একজোট থাকার অনুরোধ জানিয়েছেন।

পুরনো খবর:
হরতালে হত ৩
কাদের মোল্লার ফাঁসির আদেশের প্রতিবাদে জামাতে ইসলামির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের জেরে সন্ত্রাস ছড়াল গোটা দেশে। জামাত কর্মীদের হামলায় বুধবার নোয়াখালি ও ফেনিতে মৃত্যু হয়েছে তিন জনের। গুরুতর জখম এক পুলিশ কনস্টেবল-সহ ছয়। জামাত কর্মীদের এই হরতাল কর্মসূচি প্রত্যাখ্যান করে বুধবারই মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিল শুরু হয় শাহবাগ স্কোয়্যার থেকে।

পুরনো খবর:
হত্যাকারীর দেহ
২৬/১১’র মামলায় সরকার পক্ষের আইনজীবী চৌধুরি জুলফিকার আলির আততায়ীর মৃতদেহ উদ্ধার হল বুধবার। গত ৩ মে বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। সেই দুষ্ক্ৃতীদের মধ্যেই এক জনের মৃতদেহ বুধবার উদ্ধার হল ইসলামাবাদ থেকে।

২৭ বছর জেল
শিশুকে অপহরণ করে অত্যাচারের পর খুন করে খেয়ে ফেলার অভিযোগে ২৭ বছরের জেল হল বছর চল্লিশের এক ব্রিটিশ নাগরিকের। অভিযুক্তের নাম জিওফ্রে পোর্টওয়ে। মার্কিন জেলা আদালতের বিচারপতি টিমোথি হিলম্যান বুধবার এই রায় দেন। শিশু পর্নোগ্রাফির অভিযোগও রয়েছে পোর্টওয়ের বিরুদ্ধে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.