কেনিয়ার রাজধানী নাইরোবির একটি শপিং মলে জঙ্গি হানায় নিহত হলেন অন্তত ৩০ জন।
রেড ক্রস ও কেনিয়া সরকার সূত্রে জানা গিয়েছে, নাইরোবির ওয়েস্টগেট মলে আজ একটি অনুষ্ঠান চলছিল। তখনই সেখানে হামলা চালায় এক দল মুখোশধারী জঙ্গি। জনতার মধ্যে মুসলিমদের চলে যেতে বলে তারা। তার পরেই শুরু হয় গুলিবর্ষণ। গ্রেনেডও ছোড়ে জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, হতাহতরা কেউই মুসলিম নন। ওয়েস্টগেটের মালিক ইজরায়েলি সংস্থা। সেই কারণেই ওই মলে হামলা চালানো হয়েছে বলে ধারণা পুলিশের। |
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ১০ জন জঙ্গি রয়েছে। তাদের মধ্যে আছে মহিলারাও। এক জনকে সোমালিয়ার বাসিন্দা বলে মনে হয়। পুলিশের পাশাপাশি মলে পৌঁছে যায় সেনাবাহিনী। হাজির হয় সেনার সাঁজোয়া গাড়ি ও হেলিকপ্টারও। মলের ভিতরে অনেকে আটকে পড়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তাবাহিনীর কাজ। পুলিশের দাবি, এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে তারা। এখনও চলছে গুলির লড়াই।
কেনিয়ায় বেশ কিছু ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের মানুষ থাকেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, কর্মীরা সকলেই নিরাপদ। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে কেনিয়া সরকার ও ভারতীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও।
টুইটারে পরোক্ষে আজকের জঙ্গি হামলার দায় স্বীকার করেছে সোমালি জঙ্গি গোষ্ঠী আল সাহাবাব। সোমালিয়ায় মুসলিম মৌলবাদীদের সঙ্গে লড়াই করতে সেনা পাঠিয়েছে কেনিয়া। তাই কেনিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছিল আল-সাহাবাব। |