ইসলামপুর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে রবিবার রাতে ইসলামপুরে উত্তেজনা ছড়ায়। ইসলামপুর থানার জীবন মোড় এলাকায় কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের পর পটকা ফাটানোকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা বাধে। কংগ্রেসের অভিযোগ, এদিন রাতে হঠাতই তাঁদের উপর তৃণমূল সমর্থকেরা চড়াও হয়। কংগ্রেসের চার সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা কানাইয়ালাল অগ্রবাল বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই তৃণমূল গোলমাল পাকানোর চেষ্টা চালাচ্ছিল। পরে রাতে তারা হামলা চালায়।” যদিও বিষয়টি অস্বীকার করে তৃণমূলের ইসলামপুরের ব্লক সভাপতি মেহেতাব চৌধুরী বলেন, “কংগ্রেস আমাদের সমর্থকদের মারধর করে। উল্টে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।” উল্লেখ্য ইসলামপুর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির ৬টি আসনই দখল করেছে কংগ্রেস।
|
পুরসভার ভোটের ফল ঘোষণা আজ |
উত্তরবঙ্গের ৫টি পুরসভা কার কার দখলে যাচ্ছে তা আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে জানা যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় গণনা শুরুর এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পুরসভা কার দখলে যাচ্ছে তার ফয়সলা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষত যে মেখলিগঞ্জের মতো যে পুরসভাগুলির ওয়ার্ড সংখ্যা কম সেখানে ঘণ্টাখানেকে ফল ঘোষণা করা যাবে। আলিপুরদুয়ার পুরসভায় ৩ রাউন্ডে গণনা হবে ম্যাকউইলিয়াম স্কুলে। প্রতিটি ঘরেই ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো থাকবে। বালুরঘাটে বিজয় মিছিলে নিষেধজ্ঞা জারি হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “সব দলের সহমত নিয়েই বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামনে পুজো, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত।” পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “৩৫০ পুলিশ কর্মী গণনাকেন্দ্রে মোতায়েন থাকবে।”
|
ট্রান্সফরমার পুড়ে গিয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। রবিবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মিলনপল্লিতে। ঘণ্টাখানেক অবরোধ পরে পুলিশ গিয়ে লাঠি চালায় বলে অভিযোগ। পর্ষদের ইসলামপুর শাখা বাস্তুকার রমেশ মধু বলেন, “যান্ত্রিক ত্রুটির জন্য পরিষেবা ব্যাহত ছিল।”
|
৫ গরু পাচারকারীকে পুলিশ ধরেছে। উদ্ধার হয় ১২ গরু। মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদায় রবিবার রাতের ঘটনা। পুলিশ জানায়, ধৃত দু’জন উত্তর দিনাজপুরের করনদিঘি, ৩ জন কালিয়াচকে থাকেন।
|