কয়েক মাস আগে বেলুড় মঠের সংগ্রহশালা থেকে সারদাদেবীর দাঁত, চুল, জপমালা চুরি যাওয়ার পরেই মঠের নিরাপত্তা জোরদার করতে একটি ফাঁড়ি তৈরির পরিকল্পনা হয়েছিল। শনিবার রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠে ভাঙচুরের পরে পরিকল্পনা রূপায়ণে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। সোমবার সকালে হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রাণাডে মঠ-চত্বর ঘুরে দেখেন। ভাঙচুরের পর থেকেই রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির পলিটেকনিক কলেজ, সারদা বিদ্যাপীঠ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিশন সূত্রের খবর, প্রথম বর্ষের ছাত্র সার্থক মজুমদারের মৃত্যুতে এ দিন কলেজ ছুটি দেওয়া হয়েছিল। আজ, মঙ্গলবার স্মরণসভা হবে। ওই ছাত্রের মামা দেবাশিস কুণ্ডু এবং তাঁর সঙ্গীরাই রক্ষীদের মারধর ও ভাঙচুর চালিয়েছিলেন বলে অভিযোগ।
পুরনো খবর: ছাত্রমৃত্যুর ঘটনায় ভাঙচুর বেলুড়ের কলেজে |
নিজেদের প্রাপ্য আদায়ের দাবিতে সংগঠন গড়তে চলেছেন রাজ্যের সঙ্গীতশিল্পীরা। গত বছর কপিরাইট আইন সংশোধনের পরে সারা দেশের সঙ্গীতশিল্পীরা প্রাপ্য আদায়ের জন্য সরব হয়েছেন। লতা মঙ্গেশকরকে চেয়ারপার্সন করে ইন্ডিয়ান সিঙ্গারস রাইটস অ্যাসোসিয়েশন বা ইসরা নামে একটি সংগঠন গড়েছেন তাঁরা। ইসরা -র কলকাতা শাখা খোলার জন্য সোমবার একটি বৈঠক হয়। ইসরা -র কর্মকর্তা সঞ্জয় টন্ডন পুরীর বক্তব্য, গান গেয়ে গায়ক -গায়িকারা মাত্র এক বার টাকা পান। কিন্তু সেই গানের সিডি একাধিক বার বাজিয়ে আয় করে বিভিন্ন সংস্থা। সংশোধিত কপিরাইট আইন অনুযায়ী বাণিজ্যিক ভাবে সিডি বাজালে সংশ্লিষ্ট সঙ্গীতশিল্পীকে টাকা দিতে হবে। তাঁদের সংগঠন সেই টাকা আদায়ের কাজটাই করবে। এ রাজ্যের শিল্পীদের তরফে শ্রীকান্ত আচার্য জানান, শিল্পীদের স্বার্থরক্ষার জন্য ইসরা -র মতো সংগঠন খুবই জরুরি। পরের বৈঠকে সংগঠনের কর্মপদ্ধতি চূড়ান্ত করা হবে।
|
রাজ্যের ১২টি পুরসভার নির্বাচনের ফল আজ, মঙ্গলবার ঘোষণা করা হবে। সকাল ৮টায় শুরু হবে ভোটগণনা। প্রতিটি গণনা কেন্দ্রেই ক্লোজ্ড সার্কিট টিভি বসানো হয়েছে। বর্ধমান, গুসকরা, দুবরাজপুর, চাকদহ, পানিহাটি, হাবরা, ডায়মন্ড হারবার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ডালখোলা ও বালুরঘাট পুরসভায় শনিবার ভোট নেওয়া হয়। সিপিএম বর্ধমান ও চাকদহ পুরসভার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। পানিহাটির পুরভোটে দু’টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আরএসপি। সেখানে ভোট লুঠ হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তারা। তাতে ফল না -হওয়ায় পানিহাটির ভোটগণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আরএসপি।
|
সারদা গোষ্ঠীর ৮০০ আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হলে, অন্যান্য বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে যাঁরা প্রতারিত হয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব সরকার নেবে না কেন? এই প্রশ্ন নিয়ে দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের নেতৃত্বে সোমবার রাজ্যপাল এম কে নারায়ণনের দ্বারস্থ হল বিজেপি। পাশাপাশি, সারদা গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারিত সব আমানতকারীকে টাকা ফেরত দেওয়ার দাবিও এ দিন বিজেপি রাজ্যপালকে জানিয়েছে। রাহুলবাবু পরে বলেন, “লোকদেখানো ঘোষণা না করে সত্যিই সারদার আমানতকারীদের টাকা ফেরত দিতে চাইলে সরকার আমাদের দাবি মানুক। সিবিআই তদন্ত করাক। এগুলো সবই রাজ্যপালকে বলেছি।”
|
বছর তিনেক আগে ধৃত পাঁচ মাওবাদী নেতার বিচার শুরু হল আলিপুর আদালতে। সোমবার অষ্টাদশ অতিরিক্ত জেলা ও দায়েরা জজ পুলককুমার ঘোষের এজলাসে সাক্ষ্য দেন গোয়েন্দা ইনস্পেক্টর কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার। এ দিন জেল -হাজত থেকে মধুসূদন মণ্ডল, শচীন ঘোষাল -সহ পাঁচ অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়। আদালতে ছিলেন এই মামলায় একমাত্র জামিনে মুক্ত অভিযুক্ত, মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী দেবলীনা চক্রবর্তীও। তাঁর বিরুদ্ধে শুধু দেশদ্রোহের অভিযোগ আছে।
পুরনো খবর: কলকাতার কাছেই মাওবাদী রাজ্য নেতা-সহপাকড়াও ৫ |
আগামী বছরের গোড়ার দিকেই প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার পদে যোগ দিয়ে কাজ শুরু করতে পারবেন নতুন শিক্ষক -শিক্ষিকারা। সোমবার এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ৩১ মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। পুজোর আগেই তার ফল প্রকাশ করা যাবে বলে আশা প্রকাশ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা। মন্ত্রী এ দিন বলেন, “ফল প্রকাশের কাজ প্রায় শেষের দিকে। সামনের বছরের শুরুর দিকেই প্রার্থীরা কাজে যোগ দিতে পারবেন।” |