জয়ী তৃণমূলই, তবু দ্বন্দ্ব বহাল |
স্কুল ভোটকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল বাঁকুড়ার সিমলাপালে। রবিবার সিমলাপাল মঙ্গলময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনে সিপিএম, বিজেপি সমর্থিত প্রার্থীদের পাশাপাশি তৃণমূলের দুই গোষ্ঠী মিলিয়ে মোট ২২ জন প্রার্থী ছিলেন। জেলা তৃণমূল নেতা তথা বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দিলীপ পন্ডার অনুগামীরাই জিতেছেন। ওই স্কুলের পরিচালন সমিতি তৃণমূলের দখলে রয়েছে। টানটান উত্তেজনার মধ্যে রবিবার ভোট হয়েছে। দিলীপবাবু বলেন, “দলেরই অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষুব্ধ কয়েক জন ওই স্কুলভোটে প্রার্থী দাঁড় করিয়েছিলেন। অভিভাবকরা আমাদের মনোনীত প্রার্থীদের জিতিয়ে ওদের মুখে ঝামা ঘষে দিয়েছেন।” সিমলাপাল ব্লক তৃণমূল নেতা অশোক ষন্নিগ্রহী অবশ্য বলেন, “স্কুল ভোটে দলের প্রতীকে নির্বাচন হয় না, তাই যে কেউ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমি কাউকে ভোটে দাঁড়াতে বলিনি, অভিভাবকেরা যাঁদের যোগ্য মনে করেছেন তাঁদের জিতিয়েছেন।”
|
বধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে ধরেছে পুলিশ। ধৃত অশোক বাউরির বাড়ি রঘুনাথপুর থানার আলালডি গ্রামে। সোমবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, স্থানীয় একটি গ্রামের বাসিন্দা ওই বধূ এ দিন দুপুরে বিলতোড়ায় তার দুই বছরের ছেলেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন। আলালডি গ্রামের কাছে ওই বধূকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে অশোক ধর্ষণ করে বলে অভিযোগ। সন্ধ্যায় বধূটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁর ডাক্তারি পরীক্ষা করিয়েছে।
|
বোরো থানার খড়িদুয়ারা ভাদু মেলা কমিটির উদ্যোগে সম্প্রতি ছেলে ও মেয়েদের দু’দিনের ফুটবল প্রতিযোগিতা হল। ছেলেদের বিভাগে ১৬টি ও মেয়েদের বিভাগে ৮টি দল ছিল। চূড়ান্ত খেলায় ছেলেদের বিভাগে বোরোর বিসকা স্পোর্টিং ক্লাব পঞ্চগ্রাম দলকে টাইব্রেকারে ৪-৩ হারিয়ে দেয়। মেয়েদের বিভাগে উত্তর বান্দোয়ান ফুটবল দল চিরুভিটা আর সি একাডেমিকে ১-০ গোলে হারায়।
|
গণনাকেন্দ্র: দুবরাজপুর সারেদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস।
মোট কক্ষ: ৩টি। ১৫টি টেবিল থাকছে। প্রতি টেবিলে দু’জন করে কর্মী থাকছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুই রাউন্ড ভোট গণনা শেষে ফলাফল জানতে সময় লাগার কথা ঘন্টাখানেক। ১৪৪ ধারা জারি থাকবে। পাশাপাশি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন, মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চৌধুরী। |