পুরুলিয়ার রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্প ঘিরে তৈরি হওয়া জট কাটানোর বিষয়ে প্রকাশ্যে কিছু বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক শেষ করার পরে ডিভিসি সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা। এটা নিয়ে আমার কিছু বলার নেই।”
প্রশাসনিক সূত্রে অবশ্য জানা যাচ্ছে, ডিভিসি-র ‘ওয়াটার করিডর’-এর (প্রকল্পে জল আনার পাইপলাইন বসানো) কাজ নতুন করে চালু করার জন্য এ দিন বৈঠকের মধ্যে রঘুনাথপুরের ওসি-কে আলোচনার পথেই এগোনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা ওসি-কে বলেন, “আপনার ওখানে ডিভিসি-র প্রকল্পে জল আনা নিয়ে সমস্যা হচ্ছে বলে শুনেছি। কিছু লোক সমস্যা করছে। কথা বলে সব ঠিকঠাক করে নিন।” বস্তুত, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পক্ষপাতী জেলা প্রশাসনও। মুখ্যমন্ত্রী তাঁদের সেই অবস্থানেই সিলমোহর দিলেন বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
রবিবার রাতে মুখ্যমন্ত্রী ছিলেন মাইথনে ডিভিসি-রই একটি অতিথিশালায়। ডিভিসি সূত্রে জানা যাচ্ছে, সংস্থার তরফে রঘুনাথপুরের সমস্যা নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যা ৭টার পরে মুখ্যমন্ত্রী দেখা করবেন বলে প্রশাসনের পক্ষ থেকে ডিভিসি-র শীর্ষ স্তরে জানিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী মাইথন যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন ডিভিসি-র রঘুনাথপুর প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার-সহ কিছু কর্তা। তবে, বিকেলের দিকে ডিভিসি-কে বৈঠক হবে না বলে জানিয়ে দেওয়া হয়। রঘুনাথপুরের শিল্পায়ন নিয়ে অবশ্য এ দিন আশার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তিনি বলেছেন, “ রঘুনাথপুরে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। ৫০০ একর জমিও দেখেছি। সেখানে ক্ষুদ্র শিল্পের বিনিয়োগ হবে।” |