এক গৃহবধূকে মানসিক অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গৃহবধূর স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের শ্যামাপ্রসাদ কলোনীতে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পল্লবী হালদার (১৯)। ওই গৃহবধূর বাবা গৌতম সর্দারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী সাগর হালদার ও শ্বশুর দিলীপ হালদারকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সাত মাস আগে বাসন্তীর চুনোখালি গ্রামের বাসিন্দা গৌতম সর্দারের মেয়ে পল্লবী হালদারের সঙ্গে বিয়ে হয় ক্যানিংয়ের সাগর হালদারের। বিয়ের পর থেকেই পল্লবীর উপরে দেনাপাওনা নিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ। এ দিন ওই গৃহবধূকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
সিপিএম এবং কংগ্রেসের ১০ জন নেতা-সহ কয়েকশো কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। রবিবার বাদুড়িয়া পৌর কমিউনিটি হলে এক সভায় বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম, তুষার সিংহ প্রমুখের উপস্থিতিতে নিজেদের হাতে তৃণমূলের পতাকা তুলে নেন যোগদানকারীরা। তবে সিপিএম এবং কংগ্রেস দু’ দলের তরফেই জানানো হয়েছে, এর জন্য তাঁদের সংগঠনের কোনওরকম ক্ষতি হবে না।
|
ম্যাজিক গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের। আহত হলেন ৭ জন। সোমবার সকালে ভাঙড় থানার বৈরামপুরের কাছে ঘটনাটি ঘটে। মৃতের নাম আনসার লস্কর (৪০)। বাড়ি ওই এলাকায়। আহতদের নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিনজনকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে গোসাবার ঘটনা। ধৃতের নাম রবি রায়। বাড়ি এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন রাতে ওই তরুণী তাঁর ভাইয়ের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রবি সেই সময়ে তাঁর পথ আটকে হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ।
|
আলিপুর থেকে সরিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা সদর বারুইপুরে করা নিয়ে মাস তিনেক আগেই সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জেলা সভাধিপতি শামিমা শেখ স্বীকার করলেন, রাজ্য সরকারের আর্থিক সঙ্কটের কারণেই ওই কাজ গতি হারিয়েছে। বাম আমলে প্রশাসনিক স্তরে আলিপুর থেকে বারুইপুরে জেলা সদর স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছিল। এ দিন আলিপুরে জেলা পরিষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে শামিমা বলেন, “আর্থিক অনটনের জন্যই জেলা সদর তৈরির কাজ শুরু করা যাচ্ছে না।” রাজ্যে পালাবদলের পর দক্ষিণ ২৪ পরগনা জেলাকে দু’ভাগে ভাগ করা হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে একাধিকবার সর্বদলীয় বৈঠকও হয়। শামিমা বলেন, “জেলা ভাগের বিষয়ে সর্বসম্মত একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। ওই প্রস্তাবটি ফের পর্যালোচনা করা হচ্ছে।” সেচ ব্যবস্থা এবং রাস্তা সংস্কার-সহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকির জন্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা নিয়মিত মহকুমায় গিয়ে কাজের পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন শামিমা। |