টুকরো খবর
পুজোর মুখে তাঁতমেলা জেলা পরিষদ ভবনে
তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা উদ্বোধনের পর ঘুরে দেখছেন
প্রশাসনিক আধিকারিকরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
পুজোর আগে শুরু হল জেলা তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা। এ বার ৩১ তম বর্ষ। মেদিনীপুরে জেলা পরিষদ চত্বরে সোমবার বিকেলে মেলার উদ্বোধনে হাজির ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক পাপিয়া ঘোষ রায়চৌধুরী, বিধায়ক মৃগেন মাইতি, মহকুমাশাসক অমিতাভ দত্ত প্রমুখ। দুই মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া, হুগলির শিল্পীরা তাঁদের পসরা নিয়ে হাজির হয়েছেন। সব মিলিয়ে স্টল রয়েছে ৭৬টি। মেলা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। জেলা হস্ততাঁত উন্নয়ন আধিকারিক মহম্মদ আজিজ মণ্ডল বলেন, “এ বার আমরা স্টলের সংখ্যা বাড়িয়েছি। আশা করি, প্রতি বছরের মতো এ বারও প্রচুর সংখ্যক মানুষ মেলায় আসবেন। কেনাকাটা করবেন।” ক্ষুদ্র ও ছোট উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় এই মেলার আয়োজন। এ দিন বিকেল থেকেই মেলায় ভিড় জমাতে শুরু করেছেন উৎসাহীরা।

সমবায়ে গোলমাল
তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির ক্ষমতা দখল নিয়ে বামফ্রন্ট ও তৃণমূলের মধ্যে গণ্ডগোল চলছেই। এরই মধ্যে সোমবার ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের ভিতরে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোপাল মাইতিকে নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে তিনিই এখনও চেয়ারম্যান বলে দাবি গোপালবাবুর। সোমবার সকাল ১১টায় ব্যাঙ্কের পরিচালন সমিতির বৈঠক ডেকেছিলেন তিনি। সেই বৈঠকে যোগ দিতে সমবায় অফিসে গেলে একদল তৃণমূল সমর্থক তাঁকে টেনে হিঁচড়ে বের করে দেন বলে অভিযোগ। গোপালবাবুর অভিযোগ, “আমার জামা ছিঁড়ে দেয় ওরা। টেনে হিঁচড়ে বাইরে বের করে দেয়। পুলিশ থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়নি। আমি ডিএম, এসপি-র কাছে অভিযোগ জানিয়েছি।” তমলুক শহর তৃণমূল সভাপতি দিব্যেন্দু রায় অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, “গত ১৯ মে সমবায়ের ভোটে আমাদের প্রার্থীরা জয়লাভ করেছে। তা সত্ত্বেও গোপালবাবু কয়েকদিন আগে নিজেকে ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে দাবি করে এদিন পরিচালন সমিতির বৈঠক ডেকেছিলেন। এদিন তিনি ব্যাঙ্কে এলে নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ করেন। কেউ গোপালবাবুকে হেনস্থা করেননি। উনি মিথ্যা অভিযোগ করেছেন।” জেলা প্রশাসন বা পুলিশ গোপালবাবুর অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য করতে চাননি কেউ।

বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার দুই জমিদাতা
জমি অধিগ্রহণের টাকা মেলেনি। সোমবার সকালে হলদিয়ার দুগার্চক থানার চাঁপি এলাকায় সিইএসসি বিদ্যুৎ প্রকল্পের জন্য রেললাইন পাতার কাজে তাই বাধা দিতে গিয়েছিলেন জনা কুড়ি স্থানীয় বাসিন্দা। ঠিকাদারদের কাছে খবর পেয়ে পুলিশ চলে এলে ঝামেলা বাধে। লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের মধ্যে দু’জনকে ধরে পুলিশ। ধৃত সুখময় মিদ্যা ও তাঁর মা বছর পঁয়ষট্টির অঞ্জলি মিদ্যা ওই মৌজারই বাসিন্দা। পুলিশের বক্তব্য, আন্দোলনকারীরা ইট, পাথর দিয়ে হামলা চালালে জখম হন এক পুলিশকর্মী। তারপরেই লাঠি চালিয়ে আন্দোলনকারীদের তাড়িয়ে দেওয়া হয়। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীরা চলে গেলে ফের কাজ শুরু হয় এ দিন।

মুখ্যমন্ত্রীর জন্য পিছোল কর্মসূচি
মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য দেখিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি পিছিয়ে দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। আগামী ২৬ সেপ্টেম্বর মেদিনীপুরে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ওই দিনই বেশ কিছু দাবিতে রাজ্যের প্রতিটি জেলায় বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন। সেই মতো পশ্চিম মেদিনীপুরেও এই কর্মসূচি হওয়ার কথা ছিল। ঠিক ছিল, ওই দিন মেদিনীপুরে বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ হবে। কিন্তু, এই জেলার নেতৃত্ব কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৬ তারিখের বদলে ওই কর্মসূচি হবে ৩০ সেপ্টেম্বর। ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক দিলীপ সাউ বলেন, “২৬ তারিখ মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য দেখিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।”

বিদ্যুৎস্পৃষ্ট, মৃত ২
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দু’টি ঘটনা ঘটল। রামনগর থানার ডেরা গ্রামে বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় তড়িদাহত হন সত্যরঞ্জন বর (৩২) নামে এক ব্যক্তি। অন্য দিকে, খেজুরি থানার হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের নরসুলাচক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রভাবতী মান্না (৪৪) নামে এক বধূর। রবিবার বাড়ির মুরগির খামারে আলো জ্বালানোর সময় তড়িদাহত হন তিনি।

সিপিএমের জয়
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয় পেল সিপিএম। ভগবানপুরের কলাবেড়িয়া প্রসন্নকুমার হাইস্কুলের নির্বাচনে ৬টি আসনের মধো সিপিএম চারটি ও তৃণমূল দু’টি আসনে জয়ী হয়েছে। সমিতি আগে তৃণমূলের দখলে ছিল। অন্য দিকে, এগরা-২ ব্লকের গণেশ্বরপুর দেবী হেমাঙ্গিনী হাইস্কুলের নির্বাচনে মোট ৬টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেল সিপিএম। তৃণমূল একটি আসনে জিতেছে। ওই স্কুলের সমিতি বামেদের দখলেই ছিল।

ফুটবল-ফাইনাল
বালিচক বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় কার্তিকচন্দ্র সাহা ও পারুল রানি সাহা স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হল রবিবার। রাধামোহনপুর স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে।

পালিয়েও ফিরল
রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন আবার হোমে নিজেই ফিরে এলেন এক কিশোরী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য সরকার পরিচালিত মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা হোমে। রূপা রায় নামে ওই কিশোরী রবিবার থেকে নিখোঁজ ছিল। বছর সাতেক আগে সে এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে হোমে আসে। হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.