টুকরো খবর
তৃণমূল অফিসে ভাঙচুর
স্থানীয় দুই যুবকের গণ্ডগোলকে কেন্দ্র করে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল। রবিবার রাতে খড়্গপুর শহরের নিমপুরা বস্তিতে ওই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে পাঁচ জন জখম হন। তাদের মধ্যে দু’জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন রাতে দু’পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করে। ওই ঘটনায় তৃণমূলের অভিযোগের তির সিপিএম ও বিজেপির দিকে। বিকাশ সিংহ নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এলাকায় বেআইনি কাজের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিকাশ ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়েও নিয়মিত যাতায়াত করে। এ দিন ওই এলাকারই রাজীব দাস নামে এক যুবকের সঙ্গে নিমপুরা বাজারে পানের দোকানে টাকা দেওয়া নিয়ে গণ্ডগোল বাধে বিকাশের। সেই সময় বিকাশ তাঁর সঙ্গীদের নিয়ে এসে রাজীবের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপর রাজীব বস্তিবাসীদের একাংশকে নিয়ে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালায়। শহর তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, “সিপিএম ও বিজেপি যৌথভাবে করে এই কাজ করেছে। বিকাশ আমাদের দলের কেউ নয়।” অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

আইটাকের রাজ্য সম্মেলন শেষ হল
সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র (আইটাক) তিন দিন ব্যাপী রাজ্য সম্মেলন শেষ হল সোমবার। এ দিন ১৬১ জনের রাজ্য কার্যকরী কমিটি গড়া হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে রণজিৎ গুহ। রাজ্য যুগ্ম-সম্পাদক হয়েছেন বিপ্লব ভট্ট, কুমারেশ কুণ্ডু এবং কে ডি ঘোষ। বিপ্লববাবু সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সহ-সম্পাদক। রাজ্য সভাপতির পদেও পুনর্বহাল হন চটকল নেতা দেবাশিস দত্ত। বিপ্লববাবু জানান, সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিক্রমেই ২৫তম রাজ্য কমিটি গঠিত হয়েছে। গত শনিবার থেকে খড়্গপুর শহরের মালঞ্চ প্রেমহরি ভবনে চলছিল এই সম্মেলন। প্রথম দিনে গিরিময়দানের টাউনহলে প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ গুরুদাস দাশগুপ্ত, সিপিআই সাংসদ প্রবোধ পান্ডা প্রমুখ। এই রাজ্য সম্মেলন থেকে সংগঠনের আগামী দিনের কর্মসূচির রূপরেখা নিরুপণ করা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের মজুরদের মাসে ন্যূনতম ১০ হাজার টাকা মজুরি, স্ট্রিট হকারদের জন্য লোকসভার অনুমোদিত বিলে রাজ্যসভার স্বীকৃতি, মৃল্যবৃদ্ধির প্রতিবাদের মতো নানা প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ব্যাঙ্ক কর্মচারীদের ধর্মঘট সমর্থন ও ১২ ডিসেম্বর দিল্লি অভিযানের সিদ্ধান্তও এই সম্মেলনেই নেওয়া হয়েছে।

ডিওয়াইএফের অবরোধে নাকাল
অবরোধে থমকে। মেদিনীপুরে। —নিজস্ব চিত্র।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, দ্রুত রাস্তা সংস্কার, বেকারদের কর্মসংস্থান-সহ নানা দাবিতে সোমবার জেলার অন্তত ১০টি এলাকায় পথ অবরোধ করে ডিওয়াইএফ। কোথাও ১০ মিনিট, কোথাও ১৫ মিনিট, কোথাও বা আধ ঘন্টা অবরোধ চলে। সকাল ১১টা নাগাদ অবরোধ শুরু হয়। ছোটবড় গাড়ি আটকে যাওয়ায় পথচলতি মানুষ দুর্ভোগে পড়েন। মেদিনীপুর শহরের গোলকুয়াচকে অবরোধে নেতৃত্ব দেন ডিওয়াইএফের জোনাল সভাপতি কুন্দন গোপ, এসএফআইয়ের জোনাল সভাপতি সুব্রত চক্রবর্তী প্রমুখ। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। খড়্গপুরের গোলবাজারের জনতা মার্কেটের কাছে ইন্দা থেকে বড়বাতি যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। বাসস্ট্যান্ড সংলগ্ন এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। নেতৃত্বে ছিলেন সংগঠনের শহর জোনাল সভাপতি শেখ কামারুজ্জামান ও সম্পাদক সুরজিৎ সমাদ্দার। ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ বলেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে সোমবার নানা এলাকায় পথ অবরোধ হয়। নির্দিষ্ট কিছু দাবিতেই আমাদের এই আন্দোলন।”

স্কুলে প্রার্থীই দিতে পারল না সিপিএম
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠে প্রার্থীই দিতে পারল না সিপিএম। পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়ন জমা শেষ দিন সোমবারে সিপিএম সমর্থিত কেউই মনোনয়ন দিতে পারেননি। ফলে, ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃনমূল প্রার্থীরা। গত বারেও ওই সমিতি সিপিএমের দখলে ছিল। সিপিএমের জোনাল সম্পাদক ভবানী গিরির অভিযোগ, “সুষ্ঠু ভাবে নির্বাচন হয়নি। মনোনয়নের আগে থেকেই আমাদের প্রার্থীর বাড়ি গিয়ে হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন। সন্ত্রাসের কারণে তাঁরা বাড়ি থেকে বেরোতে পারেননি।” তৃণমূলের ব্লক সভাপতি জগদীশ দাস বলেন, “মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। তাই প্রার্থী পায়নি।”

ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঠিকাদারের
টেনে কাটা পড়ে মৃত্যু হল রেলের এক ঠিকাদারের। সোমবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়্গপুর স্টেশনে। মৃত ঠিকাদার চেতন পালার (৪৫) বাড়ি শহরের ছোট ট্যাংরায়। তাঁদের পারিবারিক ঠিকাদারির ব্যবসা রয়েছে। ইদানীং পারিবারিক অশান্তি চলছিল। এ দিন লাইন পেরোতে গেলে টাটানগরগামী মালগাড়ির নীচে কাটা পড়েন ওই ঠিকাদার। খড়্গপুর রেল পুলিশের আইসি আশিস রায় বলেন, “ওই ঠিকাদার আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান।”

ডেবরায় ফুটবল
বালিচক বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় কার্তিকচন্দ্র সাহা ও পারুল রানী সাহা স্মৃতি নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা হল রবিবার। খেলায় চারটি দল অংশ নিয়েছিল। ফাইনালে উঠেছিল বালিচক বিবেকানন্দ ক্লাব ও রাধামোহনপুর স্পোর্টস লাভার আসোসিয়েশন। রাধামোহনপুর স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন জয়ী হয়। পুরষ্কার বিতরণে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি, বিডিও জয়ন্ত দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন সেন মণ্ডল।

প্রয়াত কবি
চলে গেলেন কবি অমর ষড়ঙ্গী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার সকালে মেদিনীপুর শহরের বিধাননগরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অমরবাবু লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন। মেদিনীপুরের প্রথম লিটল ম্যাগ ‘পিয়াসী’ তাঁরই সম্পাদিত।

তৃণমূলের জয়
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থীই দিতে পারল না সিপিএম। এমনটাই ঘটেছে কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠে। ফলে, ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তৃণমূল। গত বারেও ওই স্কুল সিপিএমের দখলে ছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.