স্কুল নির্বাচনে পদ্ধতিগত ত্রুটি হয়েছে, এই অভিযোগ তুলে ডানকুনি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা-সহ পরিচালন সমিতির কর্তাদের রবিবার সন্ধ্যা থেকে প্রায় ছ’ঘণ্টা ঘেরাও করে রাখার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শেষে পুলিশি মধ্যস্থতায় ঘেরাও ওঠে।
পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, রবিবার ওই স্কুলে নির্বাচন ছিল। স্কুল পরিচালন সমিতির নিয়ম অনুয়ায়ী যে পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা, তা হয়নি বলে অভিযোগ তোলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিষয়টি নিয়ে বাদানুবাদের পরও সমাধান হয়নি। সন্ধ্যা থেকে স্কুলে ঘেরাও শুরু হয়। শেষ পর্যন্ত স্কুলের যে সব আধিকারিক নির্বাচন পরিচালনা করছিলেন, তাঁদের দ্রুত বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য পুলিশ চাপ দেয়। স্কুল পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করেন ওই আধিকারিকেরা। রাত ১২টা নাগাদ শিক্ষিকারা ঘেরাওমুক্ত হন।
ওই স্কুলের পরিচালন সমিতি সূত্রে জানানো হয়েছে, স্কুল পরিদর্শক নিয়ম অনুয়ায়ী যে পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা তা মেনেই বিষয়টির সমাধান করার পরামর্শ দিয়েছিলেন। সেই নির্দেশ মতোই বিষয়টির নিষ্পত্তি হয়। ডানকুনির এক সিপিএম নেতার অভিযোগ, “নিয়ম মেনেই স্কুলে নির্বাচন হয়েছিল। কিন্তু তৃণমূল নিয়ম না মেনে হুজ্জুতি করে।” অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় এক তৃণমূল নেতা। তাঁরা দাবি, “সিপিএমই ভোটে অনিয়ম করেছিল। ঘুরপথে জিতছে চাইছিল। স্কুল পরিদর্শক আমাদের পক্ষেই সায় দেন।”
পুলিশ অবশ্য সকাল থেকেই সেখানে ছিল। জেলা পুলিশে এক কর্তা জানান, আইন-শৃঙ্খলার সমস্যা হলে পুলিশ হস্তক্ষেপ করতে পারে। কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে পুলিশের হস্তক্ষেপ করার কোনও জায়গা ছিল না। |