২০০৮ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল রাস্তা। কিন্তু বর্তমানে বেহাল অবস্থা হাওড়ার পাঁচলার হাউলি বাগান থেকে কলাগাছিয়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটির। যাতায়াতে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। তৈরির দু’বছরের মধ্যেই ভেঙেচুরে রাস্তাটি খানাখন্দে পরিণত হয়। উঠে গিয়েছে পিচ। বেড়ে গিয়েছে ফাটল এবং গর্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্ন মানের জিনিস দিয়ে বানানোর ফলেই রাস্তাটির এই অবস্থা। |
পাঁচলার হাউলি বাগান থেকে কলাগাছিয়া পর্যন্ত রাস্তা। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
পুজো চলে এলেও রাস্তাটি সারানো হচ্ছে না। রাস্তাটি পাঁচলার বনহরিশপুর পঞ্চায়েতের অধীনে। এই রাস্তার ধারেই রয়েছে বনহরিশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বসুমতী জুনিয়র হাইস্কুল, কলাগাছিয়া প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচলা ডাকঘর। বিপজ্জনক ভাবে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে বহু মানুষকে। ঘটছে দুর্ঘটনা। পঞ্চায়েত প্রধান মন্দিরা বেগম বলেন, “রাস্তাটি নিয়ে সমস্যার কথা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” জেলা সভাধিপতি করবী ধূল বলেন, “রাস্তাটি মেরামতের বিষয়ে চিন্তাভাবনা চলছে। খুব শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ করা হবে।” |