দিন কয়েক তল্লাশি চালানোর পরে হরিয়ানার শনিপথ জেলার সদর থানা এলাকা থেকে পাচার হয়ে যাওয়া পূর্ব মেদিনীপুরের এক কিশোরীকে উদ্ধার করল খানাকুল থানার পুলিশ। ওই পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে দিল্লির টিকরি কালাম চক থেকে গ্রেফতার করা হয়েছে ফতেমা বিবি নামে এক মহিলাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পনেরোর ওই কিশোরীর বাড়ি পূর্ব মেদিনীপুরে হলেও সে খানাকুলের জগত্পুরে মামারবাড়িতে থাকত। বছর খানেক আগে মোবাইলে এক যুবকের সঙ্গে তার আলাপ হয়। ওই যুবক তার কাছে নিজের নাম রাজু সাহা বলে জানিয়েছিল। গত ২৭ অগস্ট টিউশন পড়তে যাওয়ার কথা বলে মামারবাড়ি থেকে বেরিয়ে কিশোরী নিখোঁজ হয়। পরের দিন সকালে তার বাবা খানাকুল থানায় নিখোঁজ ডায়েরি করেন। তার পরে কিশোরীর মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ দিল্লি ও হরিয়ানায় তল্লাশি চালায়। শনিবার ওই কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ফতেমা বিবিকে। তার বাড়ি নদিয়ায়। সোমবার দু’জনকেই খানাকুলে আনা হয়। আজ, মঙ্গলবার দু’জনকে আরামবাগ আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, উদ্ধার হওয়া ওই কিশোরী জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজু তাকে গত ২৭ অগস্ট হাওড়া যেতে বলে। হাওড়াতেই রাজুকে সে প্রথম দেখে। সেখানে ফতেমা বিবিও ছিল। তিন জনে একসঙ্গে প্রথমে দিল্লি যায়। সেখানে ওই কিশোরী ফতেমা বিবির ডেরায় ছিল। পরের দিনই সেখান থেকে রাজু উধাও হয়ে যায়। তদন্তকারীদের দাবি, ওই যুবক ফতেমা বিবির মোবাইল থেকেই কিশোরীর সঙ্গে আলাপ জমায়। পরে ফতেমা বিবির কাছেই কিশোরীকে লক্ষাধিক টাকায় বিক্রি করে। ফতেমা বিবি আবার কিশোরীকে শনিপথের এক জনের কাছে বিক্রি করে দেয়। |