টুকরো খবর
আগুন থেকে বাঁচালেন যুবক
নবহুল বাজারকে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করলেন এক যুবক। মোসারফ চৌধুরী নামে ওই যুবকের বাড়ি রায়না থানার মাঠনূরপুর গ্রামে। সোমবার বর্ধমানে বাজার করতে এসেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে বর্ধমান বিসি রোডের বিচিত্রা সিনেমার গলিতে এক ফাস্ট ফুডের দোকানে রান্না
মোসারফ।
—নিজস্ব চিত্র।
চলতে চলতে সিলিন্ডারের পাইপটি আচমকা খুলে যায়। মূহুর্তের মধ্যেই গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। দোকানে হাজির সবাই হুড়মুড়িয়ে পালাতে শুরু করে। মোসারফ তখন ওই দোকানেই খেতে গিয়েছিলেন। পরিস্থিতি দেখে সাহস করে এগিয়ে যান তিনি। দ্রত সিলিন্ডারের নব ঘুরিয়ে বন্ধ করে দেন। খুলে যাওয়া পাইপটিকে সিলিন্ডারে জুড়েও দেন। এরই সঙ্গে পাশে রাখা এক গামলা জল ঢেলে নিভিয়ে দেন আগুন। দোকানের মালিক শেখ টগর বলেন, “রোজই সিলিন্ডার থেকে রান্না হয়। আজ কী করে আগুন ধরে গেল বুঝতে পারছি না। তবে বিপদ যেমন এসেছিল, তেমনি রক্ষাকর্তাও মজুত ছিলেন। নাহলে সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে যেতে পারত।” এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জাও ওই যুবকের তৎপরতায় খুশি। তাঁর কথায়, “বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচিয়েছেন ওই যুবক। ওকে সাহসিকতার জন্য পুরস্কৃত করব।” এ কথা শুনে লজ্জিত মোসারফ বললেন, “এ আর কী এমন কাজ! তবে নিজেকে ধন্যবাদ দিচ্ছি, কারণ অন্যদের মত পালিয়ে না গিয়ে আগুনটা নিভিয়েছি।”

ধৃত ছাত্রদের অস্থায়ী জামিন কালনায়
গ্রেফতার হওয়া কালনা কলেজের দুই ছাত্রকে অস্থায়ী জামিন দিল কালনা মহকুমা আদালত। সোমবার বিকেলে এই সিদ্ধান্ত জানান ভারপ্রাপ্ত এসিজেএম সৌরভ আদক। কলেজের পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দলেরও কালনা কলেজে যাওয়ার কথা। শনিবার নবীনবরণ নিয়ে কালনা কলেজে টিএমসিপি-র দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। কলেজ সংসদের সাংস্কৃতির সম্পাদক রাতেই ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ জাহিরুল ইসলাম ও শৌভিক দেবনাথ নামে দুই ছাত্রকে গ্রেফতারও করে। মঙ্গলবার প্রতিনিধি দলের সদস্যদের কলেজের পরিকাঠামো খতিয়ে দেখার সঙ্গে সরকারি অর্থ কোন খাতে কী ভাবে খরচ হয়েছে তা জানতে চাওয়ার কথা। কাটোয়া কলেজও পরিদর্শন করবে দলটি। কালনার বিধায়ক তথা কলেজ গর্ভনিং বডির এক সদস্য বলেন, “দীর্ঘ দিন ধরেই স্ট্যান্ডিং কমিটির কাছে পরিদর্শনে আসার আবেদন করা হচ্ছিল।”

ধানের আড়তে চুরি
থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি ধানের আড়ত ও একটি দোকানে চুরি হয়ে গেল রবিবার রাতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর বাজারের পাকা রাস্তার পাশেই আশিস মুখোপাধ্যায়ের ধানের আড়ত রয়েছে। রবিবার তিনি আড়ত বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পরে কিছু দুষ্কৃতী গ্রিল ভেঙে ঢোকে বলে অভিযোগ। আশিসবাবুর দাবি, চুরি গিয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা। এরপরে ওই আড়ত থেকে আধ কিলোমিটার দূরে বিমল মণ্ডল নামে একজনের কীটনাশকের দোকানেও তালা ভেঙে ওই দুষ্কৃতীরা নগদ টাকা ও কিছু জিনিস চুরি করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার সদ্যোজাত
পুকুর পাড় থেকে এক সদ্যোজাতকে উদ্ধার করলেন বাসিন্দারা। সোমবার সকালে কাটোয়া শহরের রেলওয়ে ইন্সটিটিউশনের কাছে বর্ধমান-কাটোয়া রাস্তার ধারে পুকুরের পাড়ে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ শিশুটিকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে জানান, শিশুটি জন্ডিস আক্রান্ত। হাসপাতাল থেকে চাইল্ড লাইন নামে এক সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। ওই সংস্থার কাটোয়া শাখার কর্মীরা শিশুটিকে কাটোয়া থেকে নিয়ে গিয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.