ডেঙ্গি নিয়ন্ত্রণে মদের ভাটি বন্ধ করল প্রশাসন
দের ভাটি মশার আঁতুর ঘর জেনে তা বন্ধ করে দিল প্রশাসন। ডুয়ার্সের নাগরাকাটার লুকসান মোড়ের কাছে ওই মদের ভাটি শনিবার বন্ধ করে দেয় মহকুমা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এলাকায় শিবির করে জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষায় অন্তত ২৫ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মেলে। এর পরেই মশার উৎস খুঁজতে নামে স্বাস্থ্য দফতর। তারা লুকসান মোড়ের ওই মদের ভাঁটিতে হানা দেন। প্রথমে স্বাস্থ্যকর্তাদের বাধা দেন সেখানকার নিরাপত্তা কর্মীরা। পরে স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা ভিতরে গিয়ে দেখেন সেখানে বিভিন্ন জায়গায় জমে থাকা জলে মশার লার্ভা রয়েছে। ডেঙ্গি আক্রান্ত বাসিন্দারা ভাটির আশেপাশে ৫০০ মিটারের মধ্যেই থাকেন। এর পরে জেলাশাসক ও মহকুমাশাসককে বিষয়টি জানানো হয়। মাত্র আধ ঘণ্টার মধ্যেই মালবাজারের মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি, স্থানীয় বিডিও ইউটন শেরপা ঘটনাস্থলে গিয়ে মদের ভাটি বন্ধ করে দেন। মালবাজার পুরসভা থেকে সেচ পুলের গাড়ি এনে ভাঁটিতে জমে থাকা জল তোলা হয়। স্প্রে করা হয় মশা মারার তেল। যত দিন পর্যন্ত ডেঙ্গি এবং মশার জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি না মিটছে তত দিন ওই ভাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি জেলাপ্রশাসন তৎপর হলেও শিলিগুড়িতে প্রশাসনিক স্তরে ডেঙ্গি নিয়ন্ত্রণে তৎপরতার অভাব নিয়ে অভিযোগ উঠেছে। শহর এবং লাগোয়া এলাকায় নানা গ্যারেজ, নির্মাণ কাজের জায়গা জমে থাকা জমে মশার উৎপত্তি স্থল বলে স্বাস্থ্য দফতর বারবারই অভিযোগ করে আসছে। এমনকী পুরসভার নির্মীয়মাণ জলাধার যেগুলি অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে সেখানে জমে থাকা জল মশার অন্যতম উৎপত্তি স্থল। সে সব ক্ষেত্রে পুরসভা প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নিতে পারেনি।

মশার উপদ্রব কমাতে ব্লিচিং ছড়ানো হচ্ছে নর্দমায়।—নিজস্ব চিত্র।
এই পরিস্থিতির মধ্যে রক্ত পরীক্ষা এবং জ্বরে আক্রান্তদের চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালের বিশেষ ওয়ার্ড রবিবার বন্ধ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যে রবিবার যাতে রক্ত পরীক্ষা ব্যবস্থা চালু থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য দফতর। অথচ এ দিন শিলিগুড়ি জেলা হাসপাতালে ডেঙ্গি আক্রান্তদের কোনও রক্ত পরীক্ষা হয়নি। বন্ধ রাখা হয়েছিল জ্বরে আক্রান্তদের চিকিৎসায় বিশেষ ক্লিনিকটি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ দিন ডেঙ্গি পরিস্থিতির কথা ভেবে রক্ত পরীক্ষা ব্যবস্থা চালু রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান। সকাল থেকে দুপুর পর্যন্ত রক্ত পরীক্ষা হয়েছে। সন্ধ্যা থেকে ফের রাত পর্যন্ত তা চালু রাখা হয় বলে অভিযোগ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক বলেন, “যাঁরা রয়েছেন ডেঙ্গি পরিস্থিতি সামলাতে তারা পরিশ্রম করছেন। সপ্তাহে এক দিন ছুটি না থাকলে অন্য দিনগুলিতে কাজ করতে সমস্যা হতে পারে। জরুরি বিভাগ খোলা রয়েছে। কেউ জ্বর নিয়ে চিকিৎসা করাতে গেলে সেখানে দেখা হচ্ছে।” তবে রক্ত পরীক্ষা না হওয়ায় অনেকে নার্সিংহোম বা প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে চলে যান। ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বিগ্ন জ্বরে আক্রান্ত বাসিন্দাদের অনেকে সোমবার হাসপাতাল খুললে রক্তপরীক্ষার জন্য অপেক্ষা করতে রাজি নন। ছুটির দিন হলেও শহরে ডেঙ্গির এই পরিস্থিতিতে কেন রক্ত পরীক্ষার ব্যবস্থা খোলা রাখা হবে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উপলব্ধি করে সেখানে ছুটির দিনেও রক্ত পরীক্ষার ব্যবস্থা খোলা রেখেছেন সেখানে শিলিগুড়ি হাসপাতাল কর্তৃপক্ষের ওই ভূমিকা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। জ্বর নিয়ে শতাধিক রোগী রোজ চিকিৎসা করাতে আসছেন শিলিগুড়ি জেলা হাসপাতালের বহির্বিভাগে। তাদের অনেকেরই রক্ত পরীক্ষা করানোর প্রয়োজন হচ্ছে। শনিবারও ৫৪ জনের রক্ত পরীক্ষা হয়েছে। শুক্রবার রক্ত পরীক্ষা করানো হয়েছে ৪৫ জনের। অনেকের ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে। তা ছাড়া দু’দিন আগে হাসপাতালের প্যাথলজির ল্যাবরেটরিতে এক জন অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে বলেও জানানো হয়েছিল।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার জেলা প্রশাসনের তরফে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক রয়েছে সেখানে বিষয়টি তুলে ধরা হবে। তবে ডেঙ্গি মোকাবিলায় প্রচার অভিযান হয়েছে এ দিনও। অগস্টের শেষ সপ্তাহ থেকে শিলিগুড়ি শহর লাগোয়া এলাকা এবং মহকুমার অন্য অংশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি করেছেন। শহরের নার্সিংহোমগুলিতে জ্বর নিয়ে চিকিৎসা করাতে যাওয়া রোগ বেড়েছে। নার্সিংহোমগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শতাধিক বলে স্বাস্থ্য দফতরের একটি সূত্র জানিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মশা মারার তেল স্প্রে করা হয়েছে। এ দিন বালুরঘাটে জ্বরে আক্রান্ত ২০ জনের রক্ত পরীক্ষায় ২ জনের ডেঙ্গি মিলেছে। আক্রান্তদের বাড়ি চিঙ্গিশপুর এলাকায়। ডেঙ্গি সংক্রমণের বিষয়টি নিশ্চিত হতে তাঁদের রক্ত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছেন।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.