টুকরো খবর
দুই পুরসভার আট বুথে ফের ভোট
বিভিন্ন পুরসভার ভোটে বুথ দখল, রিগিং, ভোটযন্ত্র ভাঙচুর-সহ নানা ধরনের অভিযোগ ওঠায় মোট আটটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পানিহাটি পুরসভার চারটি এবং হাবরা পুরসভার চারটি বুথে আজ, সোমবার ফের ভোট নেওয়া হবে। শনিবার পানিহাটিতে গিয়েই বিভিন্ন বুথে আমজনতার কাছ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পান মীরাদেবী। তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানান এক দল ক্ষুব্ধ ভোটার। আবার রাজ্য নির্বাচন কমিশনারকে দেখে রাজনৈতিক কর্মীদের একাংশ ‘ফিরে যাও’ ধ্বনিও দেন। মীরাদেবী এই বিষয়গুলি রাজ্যপালকে জানাতে পারেন বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে মীরাদেবী বলেন, “রাজ্যপালকে বিষয়টি জানাব কি না, ঠিক করিনি।” বর্ধমান ও চাকদহে বামফ্রন্ট পুরভোট থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেও তা নিয়ে এ দিন উচ্চবাচ্য করেনি কমিশন। কমিশনের কর্তারা জানান, ওই দু’টি পুরসভা নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক, প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে কোনও অভিযোগ আসেনি। শুধু কোনও রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে কমিশন ব্যবস্থা নিতে পারে না।

অপহরণের অভিযোগে ধৃত
নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বনশ্যামনগর গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় শিবনগর গ্রামের একাদশ শ্রেণির ওই ছাত্রী ১৫ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। ওই ছাত্রীর বাবা থানায় সুকেশ দেবনাথ নামে ওই এলাকার এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, সুকেশ বিবাহিত। রবিবার ধৃতকে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।

আরএসপি নেতা খুনে ধৃত আরও এক
আরএসপি নেতার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলি মোল্লা নামে এক জনকে দক্ষিণ রামচন্দ্রখালি থেকে এক জনকে গ্রেফতার করল পুলিশ। তার বাড়ি ওই এলাকাতেই। গত ৫ সেপ্টেম্বর রাতে দক্ষিণ রামচন্দ্রখালি গ্রামের বাড়িতে মোটরবাইকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে কুপিয়ে খুন হন আরএসপির পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আবু বক্কর সিদ্দিকুল ইসলাম ওরফে মিন্টু। তাঁর খুনে জড়িত থাকার অভিযোগে এর আগে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এ দিন লিয়াকতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুরনো খবর:

নানা আকৃতির পুতুল
ছবি: দিলীপ নস্কর
চারপাশে দাঁড় করানো নানা রঙের নানা আকৃতির পুতুল। মাটিতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক। আর তারই মধ্যে নিবিষ্ট মনে কাজ করে চলেছেন শিল্পীরা। তৈরি করে চলেছেন একের পর এক উলের পুতুল। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সুভাষনগর বিধান সঙ্ঘের দুর্গাপুজোর মণ্ডপ এ বার সেজে উঠতে চলেছে এমনই সব পুতুলে। পদ্মফুলের কুঁড়ির আকৃতির মণ্ডপে রঙিন পুতুল ছাড়াও দর্শনার্থীদের জন্য থাকছে আরও নানা আকর্ষণ। যেমন মণ্ডপের সামনে থাকবে পুকুর। তাতে চরবে হাঁস। জলে খেলা করবে নানা ধরনের মাছ ইত্যাদি। থাকবে আলোর নানা কারিকুরিও। মাস দুয়েক ধরে চলছে এই কর্মযজ্ঞ। রাশি রাশি নানা রঙের উল নিয়ে দিনরাত কাজ করে চলেছেন কুড়ি জন শিল্পী। গত বছরেও নানা রকমের ফল নিয়ে তৈরি এঁদের মণ্ডপ নজর কেড়ে নিয়েছিল দর্শকদের।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.